শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ০৮:২৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ৯৬৮৮ বার পড়া হয়েছে
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি৷৷
মাগুরার শ্রীপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের দ্বারিয়াপুর উত্তরপাড়া গ্রামের হাসেম মোল্যার বাড়িতে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গোয়ালঘর, ২ টি গরু পুঁড়ে মারা যায় ও ১ টি গরু পুঁড়ে যায়। এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে দ্বারিয়াপুর গ্রামের হাসেম মোল্যার গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় গোয়ালঘর, গোয়ালঘরে থানা ৩ টি গরুর মধ্যে ২ টি গরু পুঁড়ে মারা যায়। একটি গরুর শরীরের বিভিন্ন অংশ পুঁড়ে যাই। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশী ও শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার দেলোয়ার হোসেন জানান, সংবাদ পাওয়ার পর শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কোয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।