চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে তৃণমূলে আলোচনায় //শেখ আতাউর রহমান

- আপডেট সময় : ০৪:১৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ৯৬৩৫ বার পড়া হয়েছে
সৈয়দ আবুল হাসনাত জিসান॥
দ্বিতীয় তম জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমমিন (ইসি)। গেলো মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন নির্বাচনটির তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী
আগামী ১৭ অক্টোবর তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার পরপরই সারা দেশের মতো চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে কে আসছেন তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ইতিমধ্যেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তুমুল আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মিরসরাই উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি,বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানের নাম।
ক্ষমতাসীন দল আওয়ামীলীগের তৃণমূলের নেতা-কর্মীদের মতে আগামীর কঠিন সময় মোকাবিলায় ‘৭৫ পরবর্তী দূঃসময়ের ত্যাগী নেতা দক্ষ সংগঠক শেখ মোহাম্মদ আতাউর রহমান এর কোন বিকল্প নাই।
প্রসঙ্গত,দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৮ ডিসেম্বর।জানাগেছে,দ্বিতীয়তম এই নির্বাচনে ইভিএমের ভোটগ্রহণ করা হবে।এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।
নির্বাচনে আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।
উল্লেখ্য, প্রতিটি জেলা পরিষদে একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য এবং ৫ জন সংরক্ষিত সদস্য নির্বাচিত হবে।ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের মোট ৬৩ হাজারেরও বেশি নির্বাচিত প্রতিনিধিরা ভোট দেবেন এ নির্বাচনে।