প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ৩:৪১:৫৩ প্রিন্ট সংস্করণ
সদরপুর প্রতিনিধি:
আজ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার ৬ নং কৃষ্ণপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান ইউ’পি সদস্য মোঃ জলিল মোল্যা( ৫৩) কে মারপিট করে নগদ টাক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উক্ত ইউ’পি সদস্য কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামের মৃত ছলিমদ্দিন মোল্যার পুত্র।
এই ব্যাপারে ইউ’পি সদস্য জলিল মোল্যা আজ ২৭ সেপ্টেম্বর সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জলিল মোল্যা উল্লেখ করেন তিনি আজ সকাল ৭ টার দিকে টাইলস ক্রয় করার উদ্দেশ্যে মটরসাইকেল যোগে সদরপুর যাওয়ার পথে চরচাঁদপুর- কৃষ্ণপুর সড়কের ডাবল ব্রীজ সংলগ্ন কুদ্দুছ মোল্যার বাড়ির নিকটে বিবাদী
ইউসুব আলী বেপারী,( ৬১) সেকেন বেপারী, (৪২)রাকিব বেপারী, (২০) মোস্তফা খান( ৩৫)
প্রথমে কথা কাটাকাটি এবং পরে বিবাদীরা লোহার রড, হাতুরি ও হকিষ্টিক দিয়ে পিটিয়ে জখম করে তাঁর কাছে থাকা চারলক্ষ টাকা নিয়ে যায়। অভিযোগে মেম্বর জলিল মোল্যা চরকৃষ্ণপুর গ্রামের আমজাদ মুন্সী, মিন্টু মোল্যা, ও মাজেদা বেগম নামে দুই ব্যাক্তিকে স্বাক্ষী হিসেবে উল্লেখ করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত ইউ’পি সদস্য জলিল মোল্যা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এইচ/কে