কক্সবাজারে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে/ কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৩৩ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন॥
প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে অংশীদারদের নিয়ে এক কর্মশালা আজ শনিবার সকালে কক্সবাজারে শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো.মামুনুর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ।
পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহেরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালা শুরু করা হয়। এতে প্লাস্টিক দূষণের ওপর তিনটি প্রবন্ধ ও ভিডিওচিত্র প্রদর্শন করেন। কর্মশালায় বিভিন্ন দপ্তর,জনপ্রতিনিধি,সুশীল সমাজ ও সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন। এতে সিঙ্গেল প্লাস্টিক ব্যবহার কমানো,সাগর ও নদ-নদীকে প্লাস্টিক দূষণ মুক্ত রাখা এবং সচেতনতার ওপর জোর দেওয়া হয়।