• দূর্ঘটনা

    কক্সবাজার কেন্দ্রীয় মসজিদের সহ-সভাপতি এড. আয়াছুর রহমানের উপর হামলা

      প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ৪:১৮:২২ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের নির্মান কাজ ভালো করে করতে বলায় ঠিকাদার ও ঠিকাদারের লোকেরা দিনদুপুরে হামলা ও মারধর করেছে খোদ মসজিদ কমিটির সহ-সভাপতি এডভোকেট আয়াছুর রহমানকে। মসজিদের ভেতর এই হামলা ও মারধর করা হয়।

    বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩ টার সময় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নির্মানাধীন কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

    মসজিদের পিলারের কিউরিং ভালো করে করতে বলায় তার উপর এ হামলা বলে জানান এডভোকেট আয়াছুর রহমান।

    এ ঘটনায় আহত আইনজীবী আব্দুল মান্নান জানান, মসজিদের ভেতরে এ হামলা হয়, তার একজন জুনিয়র আইনজীবী হাত না দিলে হামলাকারীর ছুরি এডভোকেট আয়াছুর রহমানের পেটে ঢুকে যেতো।

    মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ডা: মাহাবুবুর রহমান দায়ীদের আইনের আওতায় আনার দাবী জানান।

    স্থানীয় জনতা ও আইনজীবীরা হামলাকারী ঠিকাদার মনজুর কে পুলিশের কাছে সোপর্দ করেছে। এসময় পুলিশ ঠিকাদারসহ ৬ জনকে আটক করে। এদিকে এ ঘটনায় মামলা দায়েরের কথা জানান আহত এডভোকেট আয়াছুর রহমান।

    আহত আয়াছুর রহমানসহ চার আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    কক্সবাজার শহরের প্রান কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয়ের মডেল মসজিদ নির্মান প্রকল্পের আওতায় গনপূর্ত বিভাগ মসজিদটি নির্মান করছে। এ মসজিদের ঠিকাদারের অবহেলায় মসজিদ নির্মান নির্ধারিত সময়ে না হওয়ায় মুসল্লীদের রয়েছে ক্ষোভ এবং নির্মান কাজ তদারকি করতে যাওয়ায় মসজিদ কমিটির সহসভাপতি ও অন্যায়ের প্রতিবাদকারী হিসেবে সকলের কাছে পরিচিত এডভোকেট আয়াছুর রহমানের উপর এ হামলায় জেলাব্যাপী নিন্দার ঝড় উঠেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ