ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

কক্সবাজার টেকনাফে কেওড়া বাগান থেকে ২ লক্ষ ২০ হাজার ইয়াবা উদ্ধার

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:২৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ৯৬১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।

কক্সবাজার টেকনাফের গফুর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ অধিনায়ক কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) বাংলাদেশ বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোররাতে টেকনাফ নাজিরপাড়া বিওপি হতে ৬০০ মিটার দক্ষিণ দিকে গফুরের প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়া বিওপি থেকে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল সেখানের মাছের প্রজেক্টের আইল এবং বেড়ী বাঁধের আঁড় নিয়ে গোপনে অবস্থান করে।

টহলদল পাঁচজন ব্যক্তিকে চারটি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হলে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নাফনদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া চারটি পলিথিনের ব্যাগের ভিতর থেকে ২ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবা গুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজার টেকনাফে কেওড়া বাগান থেকে ২ লক্ষ ২০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৯:২৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

আজিজ উদ্দিন।

কক্সবাজার টেকনাফের গফুর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ অধিনায়ক কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) বাংলাদেশ বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোররাতে টেকনাফ নাজিরপাড়া বিওপি হতে ৬০০ মিটার দক্ষিণ দিকে গফুরের প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়া বিওপি থেকে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল সেখানের মাছের প্রজেক্টের আইল এবং বেড়ী বাঁধের আঁড় নিয়ে গোপনে অবস্থান করে।

টহলদল পাঁচজন ব্যক্তিকে চারটি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হলে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নাফনদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া চারটি পলিথিনের ব্যাগের ভিতর থেকে ২ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবা গুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।