• অভিযান

    কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ সাতজনকে আটক করেন/ আমর্ড পুলিশ

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২২ , ৫:১০:৫৪ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে দিকে পান বাজার ক্যাম্প থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, আব্দুল ছেলে মোহাম্মদ সোফায়েদ (২৪), ইলিয়াস ছেলে মোঃ জুনায়েদ (২০), মৃত গুরা মিয়া ছেলে মাহমুদ হোসেন (৩৫), মৃত আবু হাশিম ছেলে নুর কালাম (৩১), মৃত আব্দুর শুক্কুর ছেলে রমজান আলী (২৫), আব্দুল মজিদ ছেলে মোঃ জকির (৩০), আবুল উসমান ছেলে মোঃ রাজেক (১৭), সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

    শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ৮-এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বলেন, পান বাজার ক্যাম্পে মাদক পাচারের খবরে তিনিসহ পুলিশের একটি দল পানির ট্যাংক সংলগ্ন কাঁচা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

    এসময় সন্দেহজনক সাত রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের শরীরে ও সাথে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গাদের মাদক মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ৮ এপিবিএন এর সহকারি পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।

    তিনি বাংলাদেশের বার্তা কক্সবাজার প্রতিনিধিকে জানান, ৮এপিবিএন রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে নিয়জিত। আমরা তাদের জান মাল রক্ষা করার জন্য দিনরাত আমাদের সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা চাই রোহিঙ্গা ক্যাম্প মাদক মুক্ত হোক।

    মাদক মুক্ত করার জন্য আমাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে পালন করছে। এমনকি আমাদের গোয়েন্দা সংস্থার লোকও নজরধারি করছে। মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাজে লাগাতে ৮এবিপিএন সর্বদা প্রস্তত আছে।

    এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ