প্রতিনিধি ২৭ মার্চ ২০২৩ , ১:৩৮:৪৮ প্রিন্ট সংস্করণ
মোঃশাহনেওয়াজ।গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে নিজ কণ্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ভাইয়াসূতী গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাইয়াসূতী গ্রামের পরিমল চন্দ্র দাসের পুত্র সুজন চন্দ্র দাস (৩৮) গত ৪/৫ মাস যাবত নিজ বসত ঘরে নিজ কণ্যাকে (১৫) জোর পূর্বক ধর্ষণ করে আসছিল। পরে বিষয়টি কণ্যা তার মা শিপ্রা রানীকে অবহিত করলে সে সুজনকে বুঝানোর চেষ্টা ও বাধা প্রদান করে। এতে সুজন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী শিপ্রাকে শারীরিক নির্যাতন করে।
গত ২৫ মার্চ দিবাগত রাত ৩টায় পুনরায় সুজন তার কণ্যাকে জোর পূর্বক ধর্ষণ করার সময় বিবস্ত্র অবস্থায় শিপ্রার হাতে ধরা পড়ে। এ বিষয়ে ২৬ মার্চ রাত আনুমানিক ১১টায় শিপ্রা রানী বাদী হয়ে সুজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ কৌশলে সুজনকে থানায় ডেকে আনে।পরে কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে উভয়কে জিজ্ঞাসাবাদ করে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন, যার নং ১৭, তারিখ ২৭/০৩/২৩। আসামী সুজনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতা আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে।