প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ৯:৪১:৪৫ প্রিন্ট সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতার স্মরণে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠান করছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
শোকের এই মাসব্যাপী হুইপ স্বপন তার নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল ও আক্কেলপুর) উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল করছেন তারই ধারাবাহিকতায় ২০ (আগস্ট) রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা, মুন্দাইল, কোড়লগাড়ী ও তেলাবদুল সাখিদারপাড়া গ্রামে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত হয়ে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক আরমান আলী প্রামাণিক, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার, হুইপের ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকত, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আবু মুসা আশারী কিংসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধিগণ, সাংবাদিক ও তৃণমূল পর্যায়ের জনসাধারণ।
দোয়া মাহফিলগুলোতে ১৫ আগস্ট এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী তার পরিবারের সকল সদস্য এবং এসব গ্রামের সকল মৃত মানুষদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইতিপূর্বেও হুইপ স্বপন উপজেলার বেশ কয়েকটি গ্রামে এই শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
এইচ/কে