ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

খামার বিষয়ে কিছু দরকারি প্রশ্নের উত্তর

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • / ৯৬১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খামার বিষয়ে কিছু দরকারি প্রশ্নের উত্তর

 

১. বাচ্চাদেয়ার কতদিন আগে থেকে গাভীর ওলান (বাট) বড় হয়।

 

উঃ, প্রেগন্যান্ট এর বয়স সাত মাস হবার পর থেকে আস্তে আস্তে করে ওলান ছাড়তে থাকে বাচ্চা দেয়া পর্যন্ত ধীরে ধীরে বড় হতে থাকে এবং 9 মাস 10 দিন থেকে 15 দিনের ভেতরে বাচ্চা ডেলিভারি হয়। তবে সর্বশেষ 8 মাস 15 দিন থেকে 9 মাস দশ দিন পর্যন্ত ওলান নামে যদি সঠিকভাবে কোনো ভালো পরিচর্যা না হয় তাহলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া সম্ভব না।

 

২. ওলান বড় হলে দুধ বেশি ছোট হলে কম এ কথাটা কতটা সত্য।

 

উঃ,ওলান বড় হলে দুধ বেশি হবে ছোট হলে কম হবে এরকম কোন কথা নেই। চর্বিযুক্ত মাংস যুক্ত ওলান বড় দেখা যায় কিন্তু তাতে দুধ কম হয়। কিন্তু বেশি দুধের গরু বেশি দুধ হতে হলে ওলানত বড় হতেই হবে। এখানে মূলকথা হচ্ছে চর্বিযুক্ত মাংস যুক্ত ওলান বেশি দূর হবে না।

 

৩. গাভীর পেটে বাচ্চার নড়াচড়া বুঝা যায় প্রেগন্যান্ট হবার কত দিন পর থেকে।

 

উঃ,প্রেগন্যান্ট এর বয়স সাত মাসে পাড় হলেই পেটের ভেতরে বাচ্চার নড়াচড়া অনুভব করা যায়।

 

৪. ৮ মাস প্রেগনেন্ট গাভীর ওলান বকনা গরুর মত কেন এবং বাট টানলে পানির মতো তরল বার হচ্ছে কেন এটা কি রকম সমস্যার সংকেত.

 

উঃ যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এর অভাব থাকে গরুর শরীরে তাহলে কাঙ্খিত পরিমাণে ওলান নামবে না। 8 মাস প্রেগনেন্ট অবস্থায় গরুর ওলান ধরে টানাটানি করলে পানির মতই বের হবে।

 

৫. ৮ দাঁতের গাভী কি কখনো প্রথম বাচ্চা দেয়।

 

উঃ বকনা বয়স থেকে যদি তাকে কনসিভ করানো না যায় অনেক চেষ্টা করানোর পরেও যদি প্রেগনেন্ট করাতে না পারে শেষ বয়সে এসে যদি কনসিভ করে হতে পারে এটা অসম্ভবের কিছু নেই।

 

৬. গাভীর রং বেশি সাদা মানে বেশি ভালো আর কালোর ভাগ বেশি মানে গাভী ভালো না এ কথাটা কতটুকু যৌক্তিক ফ্রিজিয়ান এর ক্ষেত্রে.

 

উঃ,এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন হাই পার্সেন্ট গরু সাদা হতে পারে কাল হতে পারে সাদাকালোর উপরে ভালো-মন্দের কোন রেজাল্ট নেই।

 

৭. গাভীর বাচ্চা প্রসবের কতদিন আগে বাচ্চার নড়াচড়া বন্ধ হয় ।

উঃ, গাভীর বাচ্চা প্রসবের 24 ঘন্টা আগে থেকে বাচ্চার নড়াচড়া বন্ধ করে।

 

৮. বাট যদি নরম আর সতেজ থাকে তাহলে কি ধরে নেয়া যাবে গাভী অথবা বকনার বাট ভালো আছে প্রেগন্যান্ট গাভী বকনা ক্ষেত্রে।

 

উঃ, বাট যদি নরম আর সতেজ থাকে ভিতরে যদি কোন প্রকার শক্ত না থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে কোন প্রকার সমস্যা নেই ভালো আছে।

 

৯. সব গাভীর দুধ কি সকাল-বিকাল দুইবার দোহন করা উচিত।

 

উঃ শুধুমাত্র উন্নত জাতের বেশি দুধের গাভী গুলো সকাল-বিকাল দুইবার দহন করতে হবে যদি আপনি কাঙ্ক্ষিত দুধের রেজাল্ট পেতে চান শুধু দুইবার না প্রয়োজনবোধে 3 বার ও দহন করা লাগতে পারে।

 

১০. গাভীকে খাবার ভিজিয়ে পানির সাথে নাকি আলাদা ভাবে শুকনো খাবার দিতে হবে

 

উঃ, শুধুমাত্র গাভীকে না যেকোনো গরুকে সকল খাবার আলাদা আলাদা দিতে হবে যেমন ঘাস আলাদা খাওয়াবেন ঘর আলাদা খাওয়াবেন দানাদার খাদ্য আলাদা খাওয়াবেন।

এখন দানাদার খাদ্য আপনার গরু যেভাবে খেতে পছন্দ করে যদি শুকনা খেতে পছন্দ করে তাহলে শুকনা খাওয়াবেন যদি সে পানির সাথে খেতে পছন্দ করে তাহলে পানির সাথে খাওয়াবেন এতে কোন প্রকার নিয়ম-নীতিমালা নেই।

 

১১. কিভাবে খাবার দিলে গাভী বেশি দুধ দিবে।

 

উঃ কিভাবে খাবার দিলে বেশি দুধ দিবে সেটা বড় কথা নয় প্রধান কথা হল আপনার গরু জাত মান ভালো থাকতে হবে দুধের জাত হতে হবে এবং খাবার পুষ্টিকর হতে হবে।

আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী এবং দুধের পরিমাণ এর উপরে নির্ভর করে তার যতটুকু পুষ্টির চাহিদা ততটুকু আপনার পূরণ করতে হবে শুধুমাত্র বালতি নিয়ে দুধ দোহন করার লোভে দৌড়াদৌড়ি করলেই হবে না। আগে তার প্রয়োজন মেটাতে হবে তারপর সে আপনার প্রয়োজন মিটিয়ে দিবে।

উপরের প্রশ্ন জবাবে আপনি পেয়েছেন খাবার কিভাবে দিতে হবে এবং আমাদের গ্রুপের ভেতরে গাভীর খাদ্য নিয়ে অনেকগুলো পোস্ট করা আছে সেগুলো দেখবেন জানার চেষ্টা করবেন।

 

এখানে কোন গবেষক অথবা কোনো ডাক্তারের পরামর্শ দেওয়া হয়নি এখানে শুধুমাত্র আমি একজন খামারি হিসেবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের জানানোর চেষ্টা করলাম প্রশ্নের উত্তরগুলো।

যদি আমার লেখার মাঝে বা আমার অভিজ্ঞতার মাঝে কোন ভূল-ত্রূটি থাকে সঠিক উত্তর গুলো কমেন্টের মাধ্যমে লিখে দিবেন যদি আমার ভুল থাকে আমি শিখে নিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খামার বিষয়ে কিছু দরকারি প্রশ্নের উত্তর

আপডেট সময় : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

খামার বিষয়ে কিছু দরকারি প্রশ্নের উত্তর

 

১. বাচ্চাদেয়ার কতদিন আগে থেকে গাভীর ওলান (বাট) বড় হয়।

 

উঃ, প্রেগন্যান্ট এর বয়স সাত মাস হবার পর থেকে আস্তে আস্তে করে ওলান ছাড়তে থাকে বাচ্চা দেয়া পর্যন্ত ধীরে ধীরে বড় হতে থাকে এবং 9 মাস 10 দিন থেকে 15 দিনের ভেতরে বাচ্চা ডেলিভারি হয়। তবে সর্বশেষ 8 মাস 15 দিন থেকে 9 মাস দশ দিন পর্যন্ত ওলান নামে যদি সঠিকভাবে কোনো ভালো পরিচর্যা না হয় তাহলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া সম্ভব না।

 

২. ওলান বড় হলে দুধ বেশি ছোট হলে কম এ কথাটা কতটা সত্য।

 

উঃ,ওলান বড় হলে দুধ বেশি হবে ছোট হলে কম হবে এরকম কোন কথা নেই। চর্বিযুক্ত মাংস যুক্ত ওলান বড় দেখা যায় কিন্তু তাতে দুধ কম হয়। কিন্তু বেশি দুধের গরু বেশি দুধ হতে হলে ওলানত বড় হতেই হবে। এখানে মূলকথা হচ্ছে চর্বিযুক্ত মাংস যুক্ত ওলান বেশি দূর হবে না।

 

৩. গাভীর পেটে বাচ্চার নড়াচড়া বুঝা যায় প্রেগন্যান্ট হবার কত দিন পর থেকে।

 

উঃ,প্রেগন্যান্ট এর বয়স সাত মাসে পাড় হলেই পেটের ভেতরে বাচ্চার নড়াচড়া অনুভব করা যায়।

 

৪. ৮ মাস প্রেগনেন্ট গাভীর ওলান বকনা গরুর মত কেন এবং বাট টানলে পানির মতো তরল বার হচ্ছে কেন এটা কি রকম সমস্যার সংকেত.

 

উঃ যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এর অভাব থাকে গরুর শরীরে তাহলে কাঙ্খিত পরিমাণে ওলান নামবে না। 8 মাস প্রেগনেন্ট অবস্থায় গরুর ওলান ধরে টানাটানি করলে পানির মতই বের হবে।

 

৫. ৮ দাঁতের গাভী কি কখনো প্রথম বাচ্চা দেয়।

 

উঃ বকনা বয়স থেকে যদি তাকে কনসিভ করানো না যায় অনেক চেষ্টা করানোর পরেও যদি প্রেগনেন্ট করাতে না পারে শেষ বয়সে এসে যদি কনসিভ করে হতে পারে এটা অসম্ভবের কিছু নেই।

 

৬. গাভীর রং বেশি সাদা মানে বেশি ভালো আর কালোর ভাগ বেশি মানে গাভী ভালো না এ কথাটা কতটুকু যৌক্তিক ফ্রিজিয়ান এর ক্ষেত্রে.

 

উঃ,এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন হাই পার্সেন্ট গরু সাদা হতে পারে কাল হতে পারে সাদাকালোর উপরে ভালো-মন্দের কোন রেজাল্ট নেই।

 

৭. গাভীর বাচ্চা প্রসবের কতদিন আগে বাচ্চার নড়াচড়া বন্ধ হয় ।

উঃ, গাভীর বাচ্চা প্রসবের 24 ঘন্টা আগে থেকে বাচ্চার নড়াচড়া বন্ধ করে।

 

৮. বাট যদি নরম আর সতেজ থাকে তাহলে কি ধরে নেয়া যাবে গাভী অথবা বকনার বাট ভালো আছে প্রেগন্যান্ট গাভী বকনা ক্ষেত্রে।

 

উঃ, বাট যদি নরম আর সতেজ থাকে ভিতরে যদি কোন প্রকার শক্ত না থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে কোন প্রকার সমস্যা নেই ভালো আছে।

 

৯. সব গাভীর দুধ কি সকাল-বিকাল দুইবার দোহন করা উচিত।

 

উঃ শুধুমাত্র উন্নত জাতের বেশি দুধের গাভী গুলো সকাল-বিকাল দুইবার দহন করতে হবে যদি আপনি কাঙ্ক্ষিত দুধের রেজাল্ট পেতে চান শুধু দুইবার না প্রয়োজনবোধে 3 বার ও দহন করা লাগতে পারে।

 

১০. গাভীকে খাবার ভিজিয়ে পানির সাথে নাকি আলাদা ভাবে শুকনো খাবার দিতে হবে

 

উঃ, শুধুমাত্র গাভীকে না যেকোনো গরুকে সকল খাবার আলাদা আলাদা দিতে হবে যেমন ঘাস আলাদা খাওয়াবেন ঘর আলাদা খাওয়াবেন দানাদার খাদ্য আলাদা খাওয়াবেন।

এখন দানাদার খাদ্য আপনার গরু যেভাবে খেতে পছন্দ করে যদি শুকনা খেতে পছন্দ করে তাহলে শুকনা খাওয়াবেন যদি সে পানির সাথে খেতে পছন্দ করে তাহলে পানির সাথে খাওয়াবেন এতে কোন প্রকার নিয়ম-নীতিমালা নেই।

 

১১. কিভাবে খাবার দিলে গাভী বেশি দুধ দিবে।

 

উঃ কিভাবে খাবার দিলে বেশি দুধ দিবে সেটা বড় কথা নয় প্রধান কথা হল আপনার গরু জাত মান ভালো থাকতে হবে দুধের জাত হতে হবে এবং খাবার পুষ্টিকর হতে হবে।

আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী এবং দুধের পরিমাণ এর উপরে নির্ভর করে তার যতটুকু পুষ্টির চাহিদা ততটুকু আপনার পূরণ করতে হবে শুধুমাত্র বালতি নিয়ে দুধ দোহন করার লোভে দৌড়াদৌড়ি করলেই হবে না। আগে তার প্রয়োজন মেটাতে হবে তারপর সে আপনার প্রয়োজন মিটিয়ে দিবে।

উপরের প্রশ্ন জবাবে আপনি পেয়েছেন খাবার কিভাবে দিতে হবে এবং আমাদের গ্রুপের ভেতরে গাভীর খাদ্য নিয়ে অনেকগুলো পোস্ট করা আছে সেগুলো দেখবেন জানার চেষ্টা করবেন।

 

এখানে কোন গবেষক অথবা কোনো ডাক্তারের পরামর্শ দেওয়া হয়নি এখানে শুধুমাত্র আমি একজন খামারি হিসেবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের জানানোর চেষ্টা করলাম প্রশ্নের উত্তরগুলো।

যদি আমার লেখার মাঝে বা আমার অভিজ্ঞতার মাঝে কোন ভূল-ত্রূটি থাকে সঠিক উত্তর গুলো কমেন্টের মাধ্যমে লিখে দিবেন যদি আমার ভুল থাকে আমি শিখে নিব।