• ক্যাম্পাস

    খুবিতে আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থার নেতৃত্বে দীপক-তেমিয় | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ২৫ মার্চ ২০২৩ , ১১:৩৪:৫৮ প্রিন্ট সংস্করণ

    আবির হাসান, খুবি প্রতিনিধি।

    খুলনা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী সংগঠন ‘আদিবাসী ছাত্রকল্যান সংস্থা’র নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী দীপক চাকমাকে সভাপতি এবং ইংরেজি ডিসিপ্লিনের ২য় বর্ষের শিক্ষার্থী তেমিয় চাকমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল (২৪ মার্চ) ‘মোলাং নিং’ শীর্ষক নবীন আদিবাসী শিক্ষার্থীদের বরণ, প্রবীণ বিদায় ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি সুমিত চাকমা, কোষাধ্যক্ষ অশ্বিণী চন্দ্র ওরাঁও (সম্পদ), সহকারী কোষাধ্যক্ষ কমানিং চাকমা, সাংগঠনিক সম্পাদক গৌর মুন্ডা, তথ্য ও প্রচার সম্পাদক প্রতিবিম্ব চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক শিউলি চাকমা, দপ্তর সম্পাদক রিটু চাকমা, সাংস্কৃতিক সম্পাদক পুষ্পিতা চাকমা, সহ সাংস্কৃতিক সম্পাদক শুভ মুন্ডা, শিক্ষা বিষয়ক সম্পাদক উপেন্দ্র সেন চাকমা, প্রকাশনা সম্পাদক পদে সৃজন চাকমা ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক উইনুপ্রু চাকমা।

    এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুবির ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ইমরান কামাল, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক আবুল বাশার নাহিদ। অনুষ্ঠানে নবীনদেরকে বরণ , পরিচয় পর্ব, ক্রেস্ট বিতরণ, আলোচনা , দায়িত্ব হস্তান্তর, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ