• ক্যাম্পাস

    খুবি’তে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা | ক্যাম্পাস

      প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২২ , ৯:৩০:২৭ প্রিন্ট সংস্করণ

    ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবজনিত কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব ডিসিপ্লিনের ক্লাস-পরীক্ষা এবং অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবারও (২৫ অক্টোবর) সব ক্লাস বন্ধ থাকবে। তবে অফিস যথারীতি চলবে।

    সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসবতথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি সরবরাহ, অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম) চালু থাকবে।

    ক্যাম্পাসে অবস্থানকারী সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগকালীন সহযোগিতা ও বিশেষ প্রয়োজনে সিকিউরিটি হটলাইন (০১৭৯৯-২১৩৯৩৯) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ