প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ৪:৩৯:১০ প্রিন্ট সংস্করণ
আবির হাসান,খুবি প্রতিনিধি
খুবিতে (খুলনা বিশ্ববিদ্যালয়ে) ৩ দিনব্যাপী চলছে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব।উৎসবটি ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদি চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় উপাচার্য ড. মাহমুদ হোসেন বলেন, শিক্ষা সমাপনীকে সফলতা দিবস বলাও চলে।
কেননা দীর্ঘ ১৬ বছর প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের পর এখানে আসতে হয়। শিক্ষা সমাপনীর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটলেও জ্ঞান চর্চা যেনো থেমে না থাকে। দেশ ও জাতির উন্নয়নে নিবেদিত হতে হবে। গোলাপ যেমন অন্যের জন্য সুবাস ছড়ায়, তেমনি তোমাদেরও কর্ম ও দক্ষতার মধ্য দিয়ে দেশ ও জাতির জন্য নিজেদের বিলিয়ে দিতে হবে। দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। তোমাদের যে পরিবর্তন, গুণাবলী এসব দেখে যাতে লোকজন জানতে পারে তোমরা প্রস্ফুটিত গোলাপ।
এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।