প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৩ , ৫:২৮:২৯ প্রিন্ট সংস্করণ
রানা অর্নব।
ফরিদপুরের চরভদ্রাসনে জাকের পার্টির উদ্যোগে বিশ্ব ওলী হযরত মাওলানা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২০২৩ ইং উপলক্ষে দাওয়াতী মিশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ( ৮ই এপ্রিল)রোজঃ শনিবার বাদ আছর পবিত্র রওজা পাক জিয়ারতের মধ্যে দিয়ে মিশনের কার্যক্রম শুরু হয়, চর হাজীগঞ্জ বাজার সংলগ্ন বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী জামে মসজিদ কমপ্লেক্সে।
উপজেলা জাকের পার্টির সভাপতি আশরাফ আলী খান (রাজা) বলেন জাকের পার্টির চেয়ারম্যান পবিত্র ফাতেহা শরীফে আমাদের যেখানে যেতে হুকুম করবেন আপনারা সেখানে যেতে প্রস্তুত,? সকলে হাত তুলে সমর্থন করেন।
ছাত্রফ্রন্টের সভাপতি, মো:আলামিন হোসেনের সঞ্চালনায় মিশন সভাটি অনুষ্ঠিত হয়। মিশন সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক, শেখ ছাহের উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, হযরত আলী, যুগ্ন-সাধারন সম্পাদক, হারুন অর রশিদ, ও যুবফ্রন্টের সভাপতি আদেল উদ্দিন খান সহ চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সকল ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।