ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

চিনি চোরাকারবারির গাড়িচাপায় প্রাণ গেল নারী সাংবাদিকের

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:২০:১২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৬২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি।

নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় চিনি চোরাকারবারির গাড়ি চাপায় মোছা. সাহারা (৩৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ফেরদৌসী নামে অপর এক সাংবাদিক আহত হয়েছেন। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জেলা শহরের রাজুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সাহারা ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। সাহারা দৈনিক আলোরজগত নামে একটি পত্রিকার ফটো সাংবাদিক ছিলেন।

আর আহত ফেরদৌসীর বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামে। তিনি দৈনিক আলোরজগত নামে একটি পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা এক চিনির গাড়িকে ওই দুই সাংবাদিক ঠাকুরাকোনা সেতুর কাছে থামানোর চেষ্টা করে। চোরাকারবারিরা দ্রুত গাড়িটি নিয়ে শহরের দিকে চালিয়ে যায়। তারাও মোটরসাইকেলে করে চিনির গাড়ির পিছু নেয়। এদিকে, চিনির গাড়িটির পেছনে মোটরসাইকেলে করে আসে চোরাকারবারিদের সহযোগীরা। জেলা শহরের অদূরে বাজুর বাজারে হাঁস প্রজনন কেন্দ্রের সামনের সড়কে সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের মোটরসাইকেলটিকে চাপা দেয় চোরাকারবারিদের মোটরসাইকেল। এতে মোটরসাইকেলে থাকা দুই সাংবাদিক গুরুতর আহত হন। পরে সাহারা মারা যান। আর আহত ফেরদৌসী চিকিৎসা নিচ্ছেন।

ওসি আরও বলেন, চোরাকারবারিদের ব্যবহত রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান বলেন, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিনি চোরাকারবারির গাড়িচাপায় প্রাণ গেল নারী সাংবাদিকের

আপডেট সময় : ০৪:২০:১২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি।

নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় চিনি চোরাকারবারির গাড়ি চাপায় মোছা. সাহারা (৩৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ফেরদৌসী নামে অপর এক সাংবাদিক আহত হয়েছেন। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জেলা শহরের রাজুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সাহারা ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। সাহারা দৈনিক আলোরজগত নামে একটি পত্রিকার ফটো সাংবাদিক ছিলেন।

আর আহত ফেরদৌসীর বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামে। তিনি দৈনিক আলোরজগত নামে একটি পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা এক চিনির গাড়িকে ওই দুই সাংবাদিক ঠাকুরাকোনা সেতুর কাছে থামানোর চেষ্টা করে। চোরাকারবারিরা দ্রুত গাড়িটি নিয়ে শহরের দিকে চালিয়ে যায়। তারাও মোটরসাইকেলে করে চিনির গাড়ির পিছু নেয়। এদিকে, চিনির গাড়িটির পেছনে মোটরসাইকেলে করে আসে চোরাকারবারিদের সহযোগীরা। জেলা শহরের অদূরে বাজুর বাজারে হাঁস প্রজনন কেন্দ্রের সামনের সড়কে সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের মোটরসাইকেলটিকে চাপা দেয় চোরাকারবারিদের মোটরসাইকেল। এতে মোটরসাইকেলে থাকা দুই সাংবাদিক গুরুতর আহত হন। পরে সাহারা মারা যান। আর আহত ফেরদৌসী চিকিৎসা নিচ্ছেন।

ওসি আরও বলেন, চোরাকারবারিদের ব্যবহত রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান বলেন, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।