ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

চুরির অপবাদ দিয়ে কলেজ ছাত্রীকে মারধর  হাসপাতালে ভর্তি 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৯৬০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর প্রতিনিধি। 

চুরির অপবাদে এক কলেজ ছাত্রী ও তার মা কে  মারপিট করেছে প্রতিপক্ষ বর্তমানে কলেজ ছাত্রী ও তাঁর মা দুজনেই সদরপুর  হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  আহত মা, মেয়ে দুজনেই বর্তমানে সদরপুর হাসপাতালে ভর্তি আছে।

ঘটনার বিবরনে জানা যায়,  সদরপুর উপজেলার দড়ি কৃষ্ণপুর গ্রামের সাইদ মৃধার সাথে প্রতিপক্ষ রুবেল মৃধার সাথে জমা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরধ চলছিল। সাঈদ মৃধার  কলেজ পড়ুয়া মেয়ে স্বপ্না আক্তার জানান, গত তিনি গত ৯ ই মে প্রতিবেশি রুবেল মৃধার( ৩০) বাড়িতে যায়। এসময় রুবেল মৃধার স্ত্রী লিপি আক্তার (৩০)  সোমা কে ঘরে রেখে বাইরে যায়।

সোমা আক্তার বাড়ি চলে আসার পর লিপি আক্তার অভিযোগ করেন, তার ঘর থেকে স্বর্নের চেইন ও টাকা ভর্তি মাটির ব্যাংক হারিয়ে গেছে। লিপি আক্তার অভিযোগের আংগুল তুলেন কলেজ ছাত্রী সোমা আক্তারের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন ফকির কবিরাজের মাধ্যমে রুটি পড়া, চাউল পড়া,পানি পড়া, তেল পড়া এনে সোমা আক্তারের পরিবার কে খাওয়ায়৷

এতেও চোর শনাক্ত না হওয়ায় সোমা আক্তারের বাবা সাইদ মৃধা ১৩ ই মে সদরপুর থানায় একটি অভিযোগ করেন, যাতে প্রতিবেশি রুবেল মৃধা তার পরিবার কে চুরির অপবাদে  আর হয়রানী না করে৷ অভিযোগের ভিত্তিতে সদরপুর থানার এস,আই ইলিয়াস আহম্মেদ ঘটনাটি তদন্ত করেন৷ এর জের ধরে গত ১৪ ই মে সন্ধ্যায়  রুবেল মৃধা সহ তার পরিবারের লোকজন সোমা আক্তারের মা ও তাকে তাদের বসত বাড়িতে এসে মারপিট করে বলে সাংবাদিক দের জানান সোমা আক্তার।

এ ব্যাপারে এস,আই ইলিয়াস আহম্মেদের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি জানান বিষয়টি চুরির কোন ঘটনা নয়, দীর্ঘদিন দুই পক্ষের মধ্যে বিরধ চলে আসছে। দুই পক্ষই মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে৷ আহত সোমা আক্তার সদরপুর সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুরির অপবাদ দিয়ে কলেজ ছাত্রীকে মারধর  হাসপাতালে ভর্তি 

আপডেট সময় : ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

সদরপুর প্রতিনিধি। 

চুরির অপবাদে এক কলেজ ছাত্রী ও তার মা কে  মারপিট করেছে প্রতিপক্ষ বর্তমানে কলেজ ছাত্রী ও তাঁর মা দুজনেই সদরপুর  হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  আহত মা, মেয়ে দুজনেই বর্তমানে সদরপুর হাসপাতালে ভর্তি আছে।

ঘটনার বিবরনে জানা যায়,  সদরপুর উপজেলার দড়ি কৃষ্ণপুর গ্রামের সাইদ মৃধার সাথে প্রতিপক্ষ রুবেল মৃধার সাথে জমা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরধ চলছিল। সাঈদ মৃধার  কলেজ পড়ুয়া মেয়ে স্বপ্না আক্তার জানান, গত তিনি গত ৯ ই মে প্রতিবেশি রুবেল মৃধার( ৩০) বাড়িতে যায়। এসময় রুবেল মৃধার স্ত্রী লিপি আক্তার (৩০)  সোমা কে ঘরে রেখে বাইরে যায়।

সোমা আক্তার বাড়ি চলে আসার পর লিপি আক্তার অভিযোগ করেন, তার ঘর থেকে স্বর্নের চেইন ও টাকা ভর্তি মাটির ব্যাংক হারিয়ে গেছে। লিপি আক্তার অভিযোগের আংগুল তুলেন কলেজ ছাত্রী সোমা আক্তারের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন ফকির কবিরাজের মাধ্যমে রুটি পড়া, চাউল পড়া,পানি পড়া, তেল পড়া এনে সোমা আক্তারের পরিবার কে খাওয়ায়৷

এতেও চোর শনাক্ত না হওয়ায় সোমা আক্তারের বাবা সাইদ মৃধা ১৩ ই মে সদরপুর থানায় একটি অভিযোগ করেন, যাতে প্রতিবেশি রুবেল মৃধা তার পরিবার কে চুরির অপবাদে  আর হয়রানী না করে৷ অভিযোগের ভিত্তিতে সদরপুর থানার এস,আই ইলিয়াস আহম্মেদ ঘটনাটি তদন্ত করেন৷ এর জের ধরে গত ১৪ ই মে সন্ধ্যায়  রুবেল মৃধা সহ তার পরিবারের লোকজন সোমা আক্তারের মা ও তাকে তাদের বসত বাড়িতে এসে মারপিট করে বলে সাংবাদিক দের জানান সোমা আক্তার।

এ ব্যাপারে এস,আই ইলিয়াস আহম্মেদের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি জানান বিষয়টি চুরির কোন ঘটনা নয়, দীর্ঘদিন দুই পক্ষের মধ্যে বিরধ চলে আসছে। দুই পক্ষই মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে৷ আহত সোমা আক্তার সদরপুর সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।