ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

জয়পুরহাট-২ আসনে নৌকার প্রার্থী- হুইপ স্বপন এর হ্যাট্রিক বিজয়

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / ৯৬৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিপুল ভোটে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার (৭ জানুয়ারি) রাত ৯টায় সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানা গেছে।

প্রসঙ্গত আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল ৭ জানুয়ারি (রবিবার) সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে মোট ১০৩ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার এর মাধ্যমে দিনব্যাপী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি উপজেলা হতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই আসনে আওয়ামীলীগ মনোনীত আবু সাঈদ আল মাহমুদ স্বপন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট। এই আসনে এক লাখ ১৮ হাজার ভোটের ব্যবধানের নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।

এছাড়াও এ আসনে জাতীয় পার্টি মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী আবু সাঈদ নুরুল্লাহ পেয়েছেন ২ হাজার ৪১ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত আম প্রতীকের প্রার্থী আবু সাঈদ পেয়েছেন ৭৫২ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকের প্রার্থী আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন পেয়েছেন ৫৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমান মন্ডল ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯৫ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক সরদার ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬২ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোঃ নয়ন ডাব প্রতীক নিয়ে ২০৮ ভোট পেয়েছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৯৭২ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের ৫ম বারের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২ আসনে ২০০৮ সালে সর্বপ্রথম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু সেসময় তিনি ৩ হাজার ১৫৯ ভোটের ব্যবধানের বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা’র কাছে হেরে যান। পরে ২০১৪ সালের নির্বাচনে তিনি আবারও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হন।

সেসময় বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। এরপর তিনি ২০১৮ সালে পুনরায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হন। সেসময় তিনি বিএনপির প্রার্থী খলিলুর রহমানকে ২ লাখ ২ হাজার ৬১০ ভোটের ব্যবধানে পরাজিত করে আবারো এমপি নির্বাচিত হন।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় নৌকা প্রতীকে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে এক লাখ ১৮ হাজার ভোটের ব্যবধানের পরাজিত করে টানা তিন বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাট-২ আসনে নৌকার প্রার্থী- হুইপ স্বপন এর হ্যাট্রিক বিজয়

আপডেট সময় : ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিপুল ভোটে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার (৭ জানুয়ারি) রাত ৯টায় সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানা গেছে।

প্রসঙ্গত আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল ৭ জানুয়ারি (রবিবার) সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে মোট ১০৩ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার এর মাধ্যমে দিনব্যাপী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি উপজেলা হতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই আসনে আওয়ামীলীগ মনোনীত আবু সাঈদ আল মাহমুদ স্বপন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট। এই আসনে এক লাখ ১৮ হাজার ভোটের ব্যবধানের নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।

এছাড়াও এ আসনে জাতীয় পার্টি মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী আবু সাঈদ নুরুল্লাহ পেয়েছেন ২ হাজার ৪১ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত আম প্রতীকের প্রার্থী আবু সাঈদ পেয়েছেন ৭৫২ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকের প্রার্থী আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন পেয়েছেন ৫৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমান মন্ডল ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯৫ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক সরদার ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬২ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোঃ নয়ন ডাব প্রতীক নিয়ে ২০৮ ভোট পেয়েছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৯৭২ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের ৫ম বারের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২ আসনে ২০০৮ সালে সর্বপ্রথম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু সেসময় তিনি ৩ হাজার ১৫৯ ভোটের ব্যবধানের বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা’র কাছে হেরে যান। পরে ২০১৪ সালের নির্বাচনে তিনি আবারও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হন।

সেসময় বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। এরপর তিনি ২০১৮ সালে পুনরায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হন। সেসময় তিনি বিএনপির প্রার্থী খলিলুর রহমানকে ২ লাখ ২ হাজার ৬১০ ভোটের ব্যবধানে পরাজিত করে আবারো এমপি নির্বাচিত হন।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় নৌকা প্রতীকে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে এক লাখ ১৮ হাজার ভোটের ব্যবধানের পরাজিত করে টানা তিন বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।