প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৪৩:০৩ প্রিন্ট সংস্করণ
নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি,
নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রæয়ারী ২০২৩ উপলক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ডিমলা উপজেলা প্রশাসনসহ সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন, ডিমলা থানা পুলিশ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগন উপজেলা বিজয় চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে এবং সকল শহীদের প্রতি মোনাজাত করে।
এছাড়াও মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রভাতফেরী র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে ডিমলা বিজয় চত্তরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বীর শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করে।
পরে শহীদ মিনারের পাদদেশে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নীলফামারী -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা।
জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লাইছুর ইসলাম, ওসি তদন্ত বিশ্বদেব রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামছুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, পিআইও অফিসার ফেরদৌস আলম, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এএইচএম ফিরোজ সরকার, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।