প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:০৪:৫২ প্রিন্ট সংস্করণ
তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবী সংগঠন নবছায়ার উদ্যােগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
শুক্রবার ১০ই ফেব্রুয়ারী ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সশরীরে উপস্থিত থেকে কার্যক্রমটি সফল করেন নবছায়া’র স্বেচ্ছাসেবীরা।
কর্মসূচিটি উদ্ভোদন করেন নবছায়া’র উপদেষ্টা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘ব্যাথার দান’ মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. এম এম আশরাফ উদ্দিন তালুকদার।
তিনি বলেন, রক্তদানে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে মূলত আমাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিটি পালন করা হচ্ছে, আমরা চাই শুধু রক্তদানই নয় সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি নাগরিকের দ্বায়িত্ব। এছাড়াও তিনি নবছায়া’র বিভিন্ন মানবিক কাজের কথা উল্লেখ করে সকলকে সংগঠনের পাশে থাকার আহ্বান জানান।
এ সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন রনি বলেন, আমরা বরাবরই সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে ভিন্নরকম সেবামূলক কাজ পরিচালনার চেষ্টা করি। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিটি মূলত রক্তদানে আগ্রহী মানুষদেরকে নবছায়া’র সাথে যুক্ত করে রক্তদানের পাশাপাশি তারাও যেন স্বেচ্ছাসেবী কাজ করার সুযোগ পায় তার সংগঠনে যুক্ত হওয়ার ব্যবস্থা রাখি
‘উল্লেখ্য, সংগঠনটি স্বেচ্ছাসেবী কাজ ছাড়াও সাহিত্য, সংস্কৃতি নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।