• অন্যান্য

    নিরাপদ সড়ক ও কলেজ ছাত্রীর মৃত্যুর বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানবন্ধন 

      প্রতিনিধি ১৯ মার্চ ২০২৩ , ২:৩৫:৩০ প্রিন্ট সংস্করণ

    মোঃআল-আমিন,ভোলা জেলা প্রতিনিধি।

    গত ১৭ই মার্চ ভোলার দৌলতখানে বাস ও অটোরিকশা সংঘর্ষে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা ডিগ্রী কলেজের দুই ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় ভোলা সরকারী কলেজের শিক্ষক -শিক্ষার্থীরা ভোলা সরকারী কলেজের সামনে সড়ক অবরোধ করে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সকাল ১১টায় দৌলতখান উপজেলার বাংলাবাজার উপ-শহরে সড়ক অবরোধ করে বাংলা বাজার হালিমা খাতুন মহিলা ডিগ্রী কলেজ ও বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।

    নিরাপদ সড়ক চাই দাবীতে এসময় ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচলা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করছে তারা। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

    মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়। এসময় সমাবেশে নিরাপদ সড়ক চাই,ও নিহতদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবী তুলে ধরেন মানববন্ধনে অংশকারীরা।উল্লেখ্য, গত শুক্রবার (১৭ মার্চ) ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ওতরউদ্দিন এলাকায় বাস ও অটোরিকশা সংঘর্ষে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের ২ ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়।

    এ ঘটনায় দৌলতখান থানায় পুলিশ বাদি হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী ঘাতক বাস চালক আল- আমিন। দৌলতখান থানার (ওসি) জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ