প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২২ , ৩:৫৮:৩২ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কক্সবাজার পৌরসভার আওতাধীন ১নং ওয়ার্ডের মানুষ গুলো পানি বন্ধী হওয়াই কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উজ্জল করের পক্ষ থেকে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যলয়ে ৫শতাধীক পরিবারের মাঝে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সহযোগীতাই কক্সবাজার পৌর আওয়ামী লীগের শুকনো খাবার চিড়া ও গুড় বিতরণ করা হয়।
শুকনো খাবার বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের পক্ষে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ কোম্পানী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াহিয়া খাঁন, সহ-সভাপতি শাহাদাত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার আলম, যুগ্ম সম্পাদক মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আজিজ উদ্দিন, সহ প্রচার সম্পাদক আবুল কালাম ও ১নং ওয়ার্ডের আওতাধীন বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান ঘূর্ণিঝড় সিত্রাং এর সময় জরুরি কাজে ঢাকায় অবস্থান করায়, ১নং ওয়ার্ডে পানিতে ডুবা যাওয়া ঘরবাড়ি গুলো দেখতে আসতে পারেনি। মেয়র মুজিব, আমাদের এলাকায় যেসব ঘরবাড়ি ডুবে গিয়েছিল ঘূর্ণিঝড় সিত্রাংয়ে, সেসব ঘরবাড়ি দেখার জন্য ও মানুষজনদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেন। ওনার পক্ষে দায়িত্ব পালন করার জন্য বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ১নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমাদের এলাকায় বিভিন্ন ভাবে পানিবন্ধি মানুষদের সেবা প্রদান করেন।
আতিক উল্লাহ আরো জানান, ১নং ওয়ার্ড এলাকাটি বঙ্গোপসাগরের খুব কাছে। বর্ষার জোয়ারের পানি সহজে বসতি এলাকায় আসতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে ঘোষণা দিয়েছিল ঘূর্ণিঝড় সিত্রাং এর পানি ৭/৮ফুট বাড়বে।
তাই আমরা ধরে নিয়ে ছিলাম, সিত্রাং যদি আমাদের আঘাত করে, তাহলে আমাদের পুরো এলাকা ডুবে যাবে। তাই প্রশাসনের নজর বেশি ছিলো আমাদের এলাকায়। পানিবন্ধি মানুষের দুর্দশা দেখে পৌর আওয়ামী লীগের সভাপতি তৎক্ষাণিক পৌর মেয়র মুজিবুর রহমানের সাথে মোবাইল ফোনে কথা বলে ১নং ওয়ার্ডের ৫শতাধীক পরিবারের জন্য শুকনো খাবারের আয়োজন করেন। আজকে আমাদের ১নং ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ শুকনো খাবার গুলো পানিতে তলিয়া যাওয়া পরিবারগুলো মাঝে শুকনো খাবার বিতরণ করেন।