• দূর্ঘটনা

    মোখার তাণ্ডবে সেন্টমার্টিন ও টেকনাফ লন্ডভন্ড

      প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ১:৪২:৪৬ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিন ও টেকনাফে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড গতির বাতাস নিয়ে লন্ডভন্ড হয়ে যায়।

    রবিবার (১৪ মে) বিকাল ৩টার পর থেকে শুরু হওয়া বাতাসে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও মিয়ানমার উপকূল আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা।

    খোঁজ নিয়ে ও সরেজমিনে দেখা গেছে, বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিন, টেকনাফ সদর, পৌর এলাকা, সাবরাং, ডেইলপাড়া, জাদিমুড়া এলাকায় প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। উড়ে গেছে ঘরের চালা। বিভিন্ন এলাকায় মানুষকে সড়ক থেকে গাছ সরাতে দেখা গেছে। শহরের বিভিন্ন এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। প্রায় ১০হাজার কাঁচা ঘরবাড়ি উড়ে আর ভেঙ্গে গেছে।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, ঝড়ে ইতোমধ্যে টেকনাফ ও সেন্টমার্টিন ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। কিছু এলাকায় গাছগাছালি ও ঘরবাড়ি ভেঙে গেছে। দুই এলাকায় বেশ কয়েকজনের আহত হওয়ার সংবাদ পেয়েছি।

    সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এই মুহূর্তে সেন্টমার্টিনে বাতাসের গতি প্রচুর। অনেক ঘরবাড়ি উড়ে নিয়ে গেছে। কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ