• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    রাজবাড়ীর বহরপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা

      প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ৮:৩৮:২০ প্রিন্ট সংস্করণ

    মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি॥

    রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বহরমপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

    বুধবার (১৯ জুলাই) সকালে দীর্ঘদিনের কল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহরপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির অফিস কক্ষে তফসিল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার খন্দকার ইজাজুল হক মুনার সভাপতিত্বে ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনার প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

    তফসিলে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ থেকে ২৬ জুলাই সোম থেকে বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বহরপুর বাজার ব্যবসায়ী পরিষদ অফিস কক্ষ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৭ জুলাই বৃহস্পতিবার, মনোনয়ন পত্র প্রত্যাহার ৩০ জুলাই রবিবার, প্রতীক বরাদ্দ ৩১ জুলাই সোমবার ও ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট বৃহস্পতিবার। ঐদিন সকাল ৯ টা থেকে একটানা ৪ পর্যন্ত বহরপুর উচ্চ বিদ্যালয় ভোটগ্রহণ চলবে।

    এ নির্বাচনে মোট ১৭ টি উৎপদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। সভাপতি ১ জন, সহ-সভাপতি ১জন, সাধারণ সম্পাদক ১জন, সহ-সাধারণ সম্পাদক ১জন, সাংগঠনিক সম্পাদক ১জন, নিরাপত্তা সম্পাদক ১জান, সহ নিরাপত্তা সম্পদের ১জন, ক্রীড়া সম্পাদক ১জন, প্রচার সম্পাদক ১জন, অর্থ সম্পাদক ১জন, ধর্মীয় সম্পাদক (ইসলাম) ১জন, ধর্মীয় সম্পাদক ( সনাতন) ১জন, দপ্তর সম্পাদক ১জন এবং কার্যকরী সদস্য ৪জন।

    এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ মিরাজুল হক ও মোঃ আবু সাঈদ মোল্লা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল কালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক অনিমেষ কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী স্ত্রী তরুণ কান্তি সাহা, মোঃ হাসান আলী, তৈয়বুর রহমান, আবুল হোসেন মল্লিক প্রমূখ।

    বহরপুর বাজার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও অন্য দুই সদস্য বলেন, দীর্ঘ নয় মাস আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান, তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ, ইউনিয়ন চেয়ারম্যানসহ বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের উপর বাজার পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের আয়োজনের জন্য আদেশ প্রদান করেন।

    বাংলাদেশ প্রাপ্তির পর দীর্ঘদিনের পরিশ্রমে ভোটার হালনাগাদ করা সহ সমগ্র কাজকর্ম সমাপ্ত করি। এর ফলশ্রুতিতে আজ নির্বাচনের পূর্ণ তফসিল পড়াশোনা করা হলো। আসন্ন নির্বাচনে মোট ৬৪৮ জন ব্যবসায়ী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের তাদের প্রতিনিধি নির্ধারণ করবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ