• ক্যাম্পাস

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন ১০৩ শিক্ষার্থী | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৩ , ১২:৪৪:০৫ প্রিন্ট সংস্করণ

    মনির হোসেন মাহিন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০৩ শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে কৃতী শিক্ষার্থী স্বর্ণপদক। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাদের হাতে এ পদক তুলে দেন। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।

    জানা যায়, বিভিন্ন অনুষদভুক্ত পাঁচটি স্নাতক শিক্ষাবর্ষ ও ছয়টি স্নাতকোত্তর শিক্ষাবর্ষের ১০৩ জন কৃতি শিক্ষার্থীকে বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক, ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’ ও ‘ডা. এ. কে. খান স্বর্ণপদক দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আপনারা যারা পুরস্কার পেলেন তারা দেশের উন্নয়নের পাশে থাকবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হয় মেধাবী। তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনলে তারা আরও গুনগত শিক্ষা শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিতে পারবে। তাই বিশ্ববিদ্যালয়ে পর্যায়েও প্রশিক্ষণের ব্যবস্তা করতে হবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের শিক্ষক এটা আমাদের মাথায় রাখতে হবে।

    সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, আমাদের আগামীর হাতছানি সবকিছুই আমাদের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। আপনারা যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এবং যে স্বপ্ন বাস্তবায়ন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পিতা-কন্যার যে ধ্রুপদী অর্থনৈতিক উন্নয়ন সে উন্নয়নে সবসময়ই পাশে থাকবেন কারণ এরই মধ্যে বাঙালি জাতির শান্তি ও মুক্তি।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. এ এম হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক।

    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মো. মুরশেদুল কবীরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, স্বর্ণপদক প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ।

    এর আগে দুপুর ১২ টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ