ব্রেকিং নিউজ ::
লিও ক্লাব অব কুমিল্লা টাউনের ওপেনিং মিটিং অনুষ্ঠিত | বাংলাদেশের বার্তা

বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০১:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৯৬৪৬ বার পড়া হয়েছে
মোঃ আমিনুল ইসলাম ভুঁইয়াঃ
আজ চকবাজার লিও ক্লাব অব কুমিল্লা টাউনের ওপেনিং মিটিং অনুষ্ঠিত হয়।উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন লিও ক্লাব অব কুমিল্লা টাউনের উপদেষ্টা এবং লায়ন্স ক্লাব অব কুমিল্লা টাউনের সম্মানিত সভাপতি আবুল খায়ের,লায়ন্স ক্লাব অব কুমিল্লা টাউনের ডিরেক্ট এ.কে আজাদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলোন মোঃ হানিফ মিয়া।অনুষ্ঠানের সভাপতিত্বে করেন লিও ক্লাব অব কুমিল্লা টাউনের প্রতিষ্ঠাতা সভাপতি লিও মোঃ তারেক হোসেন।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিও প্রিতম দে,লিও সৈয়দ ইমরান,লিও সামি,লিও মাজেদ,লিও রাহুল,লিও ফয়সাল সহ অন্যান্য ক্লাব মেম্বাররা।মিটিং এ অতিথিরা লিওদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।