• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    সদরপুরে ভূমি ও গৃহহীনদের জন্য প্রস্তুত ১৭০টি ঘর

      প্রতিনিধি ৭ আগস্ট ২০২৩ , ১০:১২:৩০ প্রিন্ট সংস্করণ

    সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

    ফরিদপুরের সদরপুরে ভূমি ও গৃহহীনদের জন্য ৪র্থ ধাপে উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে ১৭০টি ঘর। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৭টি আশ্রয়ণ প্রকল্পে এ ঘরগুলো নির্মাণ করা হয়। এর আগে উপজেলায় ১ম, ২য় ও ৩য় ধাপে মোট ৫৪৮টি ঘর হস্তান্তর করা হয়।

    আজ সোমবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ শামীম আহম্মেদ প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ