• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    সুবর্ণচরে সয়াবিনের উপর বিনা’র মাঠ দিবস অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ১১:২১:০৭ প্রিন্ট সংস্করণ

    এস এম রফিক মাহমুদ, নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা সয়াবিন-৫ ও বিনা সয়াবিন-৩ এর প্রচার ও সম্প্রসারণ এর লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৬ এপ্রিল) বিনা নোয়াখালী উপকেন্দ্রের আয়োজনে উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের কৃষকের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ইউনিয়নের চর বজলুল করিম ও কাটাবুনিয়া গ্রামে পৃথক পৃথক ভাবে যথাক্রমে সকালে ও বিকেলে ২ টি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবস অনুষ্ঠান গুলোতে সয়াবিন চাষী প্রায় ২৫০ নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে বিনা সুবর্ণচর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আব্দুর রাকিবের সঞ্চালনায় এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবা কানিজ হাসনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিনা’র পরিচালক (গবেষণা) কৃষিবিদ ড. মো.আব্দুল মালেক, বিনার উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাম্মদ ইব্রাহিম খলিল, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, সুপারিশপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলতাফ হোসাইন প্রমুখ।

    এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লীড ফার্মার, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

    চলতি মৌসুমে “জৈব ছত্রাকনাশকের গবেষণা উন্নয়ন, ফরমুলেশন এবং কৃষক পর্যায়ে সম্প্রসারণ কর্মসূচি” এর অর্থায়নে বিনা নোয়াখালী উপকেন্দ্র কর্তৃক উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের চর বজরুল করিম এবং কাটাবুনিয়া গ্রামে বিনা সয়াবিন-৩ এবং বিনা সয়াবিন-৫ এর উপর প্রদর্শনী বাস্তবায়ন করা হয়। এতে সয়াবিন উৎপাদনকারী কৃষকেরা কাঙ্খিত ফলন পেয়ে উপকৃত হয়েছে।

    মাঠ দিবসে আলোচনা করার সময় কৃষকদের উদ্দেশ্যে সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর আমিষ ও ক্যালরির চাহিদা ঘাটতি পূরণ এবং অপুষ্টি দূরীকরণে সয়াবিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন বিশেষ করতে পারে। সয়াবিন এবং মাছের খাদ্য তৈরির কারখানায় জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে উৎপাদিত সয়াবিন এখানকার স্থানীয় কৃষকেরা ভালো দামে বিক্রয় করার সুযোগ পাচ্ছে।’ এ সময় তিনি সয়াবিন উৎপাদনের গুরুত্ব তুলে ধরার সহ আরো ব্যাপক ভাবে সয়াবিন উৎপাদনের জন্য কৃষকদের প্রতি অনুরোধ জানান।

    সয়াবিনের উক্ত জাত দুটির প্রদর্শনী বাস্তবায়নে কৃষকদের সাথে সম্পৃক্ত থেকে বিশেষভাবে সহায়তা করেন সুপারিশ প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলতাফ হোসাইন। মাঠ দিবসে তিনি উপকূলীয় অঞ্চলের কৃষকদের ক্ষেত্রে সয়াবিন চাষের উপযোগিতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ