প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ৪:২৪:১৯ প্রিন্ট সংস্করণ
আরমান সাকিব,বেরোবি প্রতিনিধি:
পরিবেশ প্রকৃতি, জীব বৈচিত্র, জলবায়ু পরিবর্তন ও বন্য প্রাণী সুরক্ষায় লড়াকু সংগঠন ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ ‘ এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার পুর্ণাঙ্গ কমিটি প্রদান করা হয়। সভাপতি হন এমরান চৌধুরী আকাশ, সাধারণ সম্পাদক শয়ন কুমার শাহা।
এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র রক্ষার মহান শপথে ২০০৫ সালের ৫ ই জুন প্রকৃতির পরম বন্ধু আ.ন.ম. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ নামের দেশের সর্ববৃহৎ পরিবেশবাদী সংগঠনের সাংগঠনিক সূচনা হয়।
সারাদেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি প্রেমী ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে স্রোতের বিপরীতে পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষায় সারাদেশে শুরু হয় সম্মিলিত প্রতিরোধ, আজ হাজারো দেশপ্রেমিক স্বপ্নরাজ তরুণদের সাথে নিয়ে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।