স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ২২-২৪ সালের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

- আপডেট সময় : ০১:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ৯৬৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক॥
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ২০২২-২০২৪ সালের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০আগস্ট) সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার কামাল হোসেন ও নির্বাচন কমিশনার আজিজ খান ও আজিজ সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞাপ্তি’তে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
২বছর মেয়াদী কমিটিতে মোহাম্মদ ফরিদ কে সভাপতি ও রুবেল মাহমুদ কে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহ- সভাপতি জাহেদ মুন্না,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোন মুজিবুর রহমান জীবন, অর্থ সম্পাদক আবদুল কাদের বাদশা,দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় এবং প্রচার সম্পাদক সাইদ সেলিম।
এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হোন কাজী ঈমন,নাইম হোসেন, আহমেদ ইসতিয়াক আজাদ,মেহেদী হাসান, আবু ফয়েজ, ইমতিয়াজ রফিল, শাফায়েত রায়হান শিহাব এবং নাজমা আহমেদ।
মানবিক কাজে মানুষের পাশে থাকা সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সারাদেশে ৪০ টি শাখার মধ্য দিয়ে মানবিক কাজ করে যাচ্ছে।