আক্তার মিয়ার হাটে ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা করতে ছুটে আসলেন জেলা আ.লীগের সভাপতি
- আপডেট সময় : ০২:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ৯৬২৬ বার পড়া হয়েছে
রাশেদুল ইসলাম,নোয়াখালী জেলা প্রতিনিধি,
গত শনিবার(১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে এক অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সূত্রপাতের পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ক্ষতিগ্রস্তরা দাবি করছে তাদের প্রায় ৫ কোটি টাকা বেশি ক্ষতি হয়েছে
ঐ রাতে আগুনে পুড়ে ছাই হয় ৬টি দোকান ছন্ন বিছন্ন হয় ব্যবসায়ীদের আশা আকাঙ্ক্ষা, নিমিষেই শেষ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান। আজ তাদের কে সান্ত্বনা দিতে ছুটে যান নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য কিছু নগদ অর্থ দেন এবং ওনার নিজ তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দেন।
সরকারি কোনো বাজেট আসলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন।
এই সময় উপস্থিত ছিলেন -৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী, ইউপি সদস্য শামসুল আলম বাহার, মিজানুর রহমান জিয়া,আজহার উদ্দীন, ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা এবং বাজার পরিচালনা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জানান-,আমি আমার নিজস্ব অর্থায়নে তাদের কে সহায়তা করছি, এবং আরো সহায়তা করবো ইনশাআল্লাহ।
উক্ত পুড়ে যাওয়া দোকান পরিদর্শন শেষে তিনি এবং ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ইউপি সদস্য শামসুল আলম বাহারের বাড়িতে দুপুরের খানা খান।