কক্সবাজারে র্যাব এর অভিযানে ১৮,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

- আপডেট সময় : ০৬:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ৯৬৪৬ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন,কক্সবাজার জেলা প্রতিনিধি॥
র্যাব-১৫, কক্সবাজারে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া উপজেলা থানাধীন বালুখালী পানবাজার মোহছেন আউলিয়া জুয়েলার্স এর সামনে রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ ব্যাটালিয়ন সদর ক্যাম্পের আভিযানিক দল অনুমান রাত ১০.৫০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতিতে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে মোঃ জিন্না (৪০), পিতা-মোঃ হামিদ হোসেন,(এফসিএন নং-১১৫৯৪২), মাতা-হাজেরা খাতুন, সাং-পানবাজার বালুখালী, হেড মাঝি-আব্দুল আমিন, রোহিঙ্গা ক্যাম্প নং-০৯, ব্লক নং-সি/০৮, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হাতে থাকা শপিং ব্যাগের ভিতর হতে সর্বমোট ১৮,০০০ (আঠারো হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল ।
এইচ/কে