ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আকাশ ও স্থল পথে ভারতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান কসবা সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশির মৃত্যু সারাদেশে জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুখবর কুমিল্লা জেলা রোভারের কোর্স ফর রোভার মেট কোর্সের সনদ প্রদান বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস কুমিল্লা জেলা রোভারের মহান স্বাধীনতা দিবস উদযাপন কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার ব্যবস্থাপনায় এম সাদেক স্মৃতি পাঠাগার উদ্বোধন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট গ্রুপ কমডেকায় অংশগ্রহনকারীদের সনদ প্রদান

কলকাতা যাচ্ছে নজরুল/ বিশ্ববিদ্যালয়ের নাটক | বিনোদন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / ৯৬৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেলোয়ার হোসেন রনি, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বিভাবন থিয়েটার একাডেমির আমন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল এ যোগ দিতে কলকাতা যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক ‘সাইক্লোসিস’ নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক।

১১ থেকে ১৪ অক্টোবর ২০২২ অনুষ্ঠিতব্য নাট্যোৎসবে অংশগ্রহণ করবে ভারত ও বাংলাদেশের ১৮ টি নাটক। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র নাটক ‘সাইক্লোসিস’। আত্মহত্যা প্রতিরোধে নির্মিত নাটকটি আগামী ১৪ অক্টোবর উৎসবের শেষ দিনে দমদমের থিয়েএপেক্স মিলনায়তনে প্রদর্শিত হবে।

নাটকটির নাট্যকার ও নির্দেশক হীরক মুশফিক জানান, “মানুষের মধ্যে ক্রমশ আত্মহত্যা প্রবণতা বাড়ছে যা বর্তমান বিশ্বে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। সময়ের যাতাকলে আত্মকেন্দ্রিক যান্ত্রিক জীবনে এক পশলা প্রশান্তির প্রত্যাশা কখনো কখনো ক্লান্ত করে আমাদের। ক্লান্ত এ জীবনে এক কঠিন সত্যের সামনে দাঁড়িয়ে একটু পেছনে ফিরে দেখার তাগিদ রচনা করে ‘সাইক্লোসিস’ নাটকটি।

জীবনের দোলাচলে হাবুডুবু খাওয়া মানুষের জন্য এ নাটক খুব বেশি প্রাসঙ্গিক । চূড়ান্ত মুহুর্তে জীবনকে নতুন করে সাজানোর প্রেরণা রয়েছে এখানে।”
দর্শককে সরাসরি সম্পৃক্ত করতে অন্তরঙ্গ নাট্য আঙ্গিকে নির্মাণ করা হয়েছে নাটক।

অভিনেতা ও দর্শকের সংযোগ তৈরির মাধ্যমে নাট্যঘটনাকে সাধারণ ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে নির্মাণ প্রক্রিয়ায়। আত্মহনন প্রতিরোধে ‘সাইক্লোসিস’ নাটকটি সামান্য হলেও ভূমিকা রাখবে বলে মনে করেন এই নাটকের কলাকুশলীবৃন্দ।

প্রযোজনাটির সার্বিক সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। তিনি বলেন “পশ্চিমবঙ্গের বিভাবন থিয়েটার একাডেমি আয়োজিত ন্যাশনাল ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল এ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক- ছাত্রছাত্রীবৃন্দ অংশ নিতে যাচ্ছে, এটি খুব আনন্দের ব্যাপার।

আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে খুবই গর্বিত। এই উৎসবের আমি সাফল্য কামনা করছি, আমি আশা করছি এই উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে ভাতৃত্ব এটি আরো বৃদ্ধি পাবে এবং সাংস্কৃতিক অগ্রযাত্রা আরো বেশি বেগবান হবে। ”

এইচ/কে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলকাতা যাচ্ছে নজরুল/ বিশ্ববিদ্যালয়ের নাটক | বিনোদন

আপডেট সময় : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

দেলোয়ার হোসেন রনি, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বিভাবন থিয়েটার একাডেমির আমন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল এ যোগ দিতে কলকাতা যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক ‘সাইক্লোসিস’ নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক।

১১ থেকে ১৪ অক্টোবর ২০২২ অনুষ্ঠিতব্য নাট্যোৎসবে অংশগ্রহণ করবে ভারত ও বাংলাদেশের ১৮ টি নাটক। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র নাটক ‘সাইক্লোসিস’। আত্মহত্যা প্রতিরোধে নির্মিত নাটকটি আগামী ১৪ অক্টোবর উৎসবের শেষ দিনে দমদমের থিয়েএপেক্স মিলনায়তনে প্রদর্শিত হবে।

নাটকটির নাট্যকার ও নির্দেশক হীরক মুশফিক জানান, “মানুষের মধ্যে ক্রমশ আত্মহত্যা প্রবণতা বাড়ছে যা বর্তমান বিশ্বে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। সময়ের যাতাকলে আত্মকেন্দ্রিক যান্ত্রিক জীবনে এক পশলা প্রশান্তির প্রত্যাশা কখনো কখনো ক্লান্ত করে আমাদের। ক্লান্ত এ জীবনে এক কঠিন সত্যের সামনে দাঁড়িয়ে একটু পেছনে ফিরে দেখার তাগিদ রচনা করে ‘সাইক্লোসিস’ নাটকটি।

জীবনের দোলাচলে হাবুডুবু খাওয়া মানুষের জন্য এ নাটক খুব বেশি প্রাসঙ্গিক । চূড়ান্ত মুহুর্তে জীবনকে নতুন করে সাজানোর প্রেরণা রয়েছে এখানে।”
দর্শককে সরাসরি সম্পৃক্ত করতে অন্তরঙ্গ নাট্য আঙ্গিকে নির্মাণ করা হয়েছে নাটক।

অভিনেতা ও দর্শকের সংযোগ তৈরির মাধ্যমে নাট্যঘটনাকে সাধারণ ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে নির্মাণ প্রক্রিয়ায়। আত্মহনন প্রতিরোধে ‘সাইক্লোসিস’ নাটকটি সামান্য হলেও ভূমিকা রাখবে বলে মনে করেন এই নাটকের কলাকুশলীবৃন্দ।

প্রযোজনাটির সার্বিক সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। তিনি বলেন “পশ্চিমবঙ্গের বিভাবন থিয়েটার একাডেমি আয়োজিত ন্যাশনাল ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল এ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক- ছাত্রছাত্রীবৃন্দ অংশ নিতে যাচ্ছে, এটি খুব আনন্দের ব্যাপার।

আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে খুবই গর্বিত। এই উৎসবের আমি সাফল্য কামনা করছি, আমি আশা করছি এই উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে ভাতৃত্ব এটি আরো বৃদ্ধি পাবে এবং সাংস্কৃতিক অগ্রযাত্রা আরো বেশি বেগবান হবে। ”

এইচ/কে