টুঙ্গিপাড়ায় মুদি দোকানে আগুন : লাখ লাখ টাকার ক্ষতি | বাংলাদেশের বার্তা

- আপডেট সময় : ০৯:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৯৬৫০ বার পড়া হয়েছে
শান্ত শেখ, গোপালগঞ্জঃ
টুঙ্গিপাড়া উপজেলায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে । কুশলি ইউনিয়নের চরকুশলি গ্রামে, চৌরাস্তা নামে একটি জায়গা তবে সেখানে, ইকরাম স্টোর, নামে একটি মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১১:৩০ এ ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুপুর ১১ টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন লাগে।
খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের ১ টি ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর ১২ টায় আগুন নেভায়। এতে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, আগুনে মুদি দোকানটিতে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে।