দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ফল প্রত্যাখ্যান পুননির্বাচনের দাবি
- আপডেট সময় : ০৮:২৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ৯৬৬৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী ও দেবিদ্বার উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদা আক্তার উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু না হওয়ার প্রতিবাদে ফলাফল প্রত্যাখ্যান করেন।
রোববার (০২ জুন) জাতীয় প্রেসক্লাবে অনিয়মের অভিযোগ এনে পুননির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, অনিয়মের অভিযোগ এনে পুননির্বাচনের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এছাড়া নির্বাচনের দিন লিখিত ও মৌখিকভাবে রিটার্নিং অফিসার বরাবর ভোটে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ দেওয়ার কথা উল্লেখ করে বলেন, উপজেলা নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ ভোটারদের ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে। কয়েকটি ভোটকেন্দ্রে ব্যাপক জালভোট দেওয়া হয়েছে। যা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিভিন্ন ভোটকেন্দ্রে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তারা বলেছেন, কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। পোলিং এজেন্টদেরও বের করে দেয়া হয়েছে। তারা বলেন, সারাদিন আমরা ঘুরেছি একটা ফেয়ার নির্বাচন করার জন্য। কিন্তু নিজ চোখে দেখেছি অনেক কেন্দ্রে কোনো ভোটার সেখানে নেই।
ছোট ছোট ছেলেরা সেখানে ভোট দিচ্ছে। তারা আরও বলেন, এই নির্বাচন আমরা মেনে নিতে পারি না। এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম। আমাদের দেশে আইন আছে। সেই বিচারের অপেক্ষায় রইলাম।