নড়াইলে যুবক হত্যার রহস্য উন্মোচন আসামী গ্রেফতার | বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৪:২২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৯৬২৩ বার পড়া হয়েছে
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে যুবক হত্যা কান্ডের রহস্য উদঘটান। কলেজছাত্র দ্বীপ্ত সাহা (২২) হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে নড়াইল জেলা পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করা হয়েছে । শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নড়াইলের নড়াগাতী থানাধীন বাঐসোনা এলাকা থেকে যুবকের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কলেজছাত্র দীপ্ত সাহার মরদেহ উদ্ধার করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়ার নেতৃত্বে হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়, মোটরসাইকেলটির জন্য তারই পরিচিতরা এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার ও আসামীদের ধরতে একনাগাড়ে দিনভর জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালায়।
এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেন, কলেজছাত্রের নির্মম হত্যাকাণ্ডের পর আমাদের প্রথম কাজ ছিল হত্যার কারণ শনাক্ত করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে মোটরসাইকেলের জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আটকদের নাম প্রকাশ করছি না, তবে খুব দ্রুত সব জানানো হবে।
উল্লেখ্য যে, নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের হোগলা ডাঙ্গা গ্রামের দ্বীনো সাহার ছেলে ও নড়াইল সিটি কলেজের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী দীপ্ত সাহা (২২) নির্মম ভাবে খুন হয়।