ফরিদপুর মেডিকেলে আগুন অল্পের জন্য রক্ষা পেলো রোগী, চিকিৎসক-নার্সসহ কয়েকশ মানুষ
- আপডেট সময় : ০৬:১৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ৯৬৯৭ বার পড়া হয়েছে
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মার্চ) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে হাসপাতাল। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পরে পুরো হাসপাতালে। উপর থেকে রোগী ও স্বজনরা দ্রুত হাসপাতাল থেকে নিচে নেমে আসেন। এ সময় অতিরিক্ত সিঁড়ি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনরা। হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এখানে পাশাপাশি দুইটি ভবন। একটি ১০ তলা আর একটি ৬ তলা। আগুন লেগেছে ৬ তলার ছাদে।
সেখানে পুরাতন ডেড (ফোমের তৈরি), বেডসিটসহ অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রাখা হয়েছিল। ওপর থেকে অর্থাৎ ১০ তলা ভবন থেকে কেউ সিগারেট বা দাহ্য কিছু ফেলার কারণে আগুন লেগে থাকতে পারে। আগুনের সূত্রপাত টের পাওয়ার পর হাসপাতালে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় জানমালের কোনো ক্ষতি না হলেও পুরো হাসপাতালে থাকা কয়েকশ রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে হাসপাতালের সামনের দিকে থাকা একটি সিঁড়ি যা অত্যন্ত সরু, এছাড়া হাসপাতালে আরও কয়েকটি সিঁড়ি থাকলেও তা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে রোগী ও স্বজনরা।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রুবেল শেখ জানান, ফোন পাওয়ার ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আগুন নিয়ন্ত্রণে না আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো বলেও জানান তিনি।
বিএসএমসিএইসের উপ-পরিচালক ডা. দীপন কুমার বিশ্বাস বলেন, পুরাতন কিছু জিনিসপত্র ও ময়লা পুড়ে গেছে, তবে ওয়ার্ডের কোনো ক্ষতি হয়নি।