ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফের বন্যার শঙ্কা: নতুন করে প্লাবিত হতে পারে যেসব জেলা

মুমতাহিনা জান্নাত মৌ
  • আপডেট সময় : ০৯:১৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯৬২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগস্ট মাসের বন্যার ক্ষত এখনও কাটেনি, এরই মধ্যে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চলতি মাসের শেষে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। তবে, এই বন্যা স্বল্পমেয়াদি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত আগস্টে ১১টি জেলায় ভয়াবহ বন্যা হয়েছিল, যা ৫০ লাখেরও বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। এখন, সেপ্টেম্বরের শেষদিকে আবারও বন্যার আশঙ্কা রয়েছে। সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, নওগাঁ এবং দিনাজপুর জেলা নতুন করে প্লাবিত হতে পারে।

আবহাওয়াবিদ আবদুর রহমান বাংলাদেশের বার্তা’কে জানিয়েছেন, দেশের উত্তর ও পূর্বাঞ্চলে, বিশেষ করে কুমিল্লা ও ফেনী অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। তবে, এবারের বন্যা তেমন বড় হতে পারে না।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, সেপ্টেম্বরের শেষদিকে পানি বাড়তে পারে, কিন্তু তেমন বড় ঝুঁকি নেই। আকস্মিক বন্যার সঠিক পূর্বাভাস তিন দিন আগে দেয়া সম্ভব।

বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম জানিয়েছেন, বন্যার ক্ষয়ক্ষতি কমাতে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতির পাশাপাশি দীর্ঘমেয়াদে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। নদীর পানি দ্রুত নামাতে নদী খনন ও খালের সাথে কানেক্টিভিটি রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, বাঁধ নির্মাণের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রয়োজন এবং আবহাওয়া পূর্বাভাসের তথ্য সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় উপস্থাপন করা উচিৎ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফের বন্যার শঙ্কা: নতুন করে প্লাবিত হতে পারে যেসব জেলা

আপডেট সময় : ০৯:১৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

আগস্ট মাসের বন্যার ক্ষত এখনও কাটেনি, এরই মধ্যে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চলতি মাসের শেষে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। তবে, এই বন্যা স্বল্পমেয়াদি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত আগস্টে ১১টি জেলায় ভয়াবহ বন্যা হয়েছিল, যা ৫০ লাখেরও বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। এখন, সেপ্টেম্বরের শেষদিকে আবারও বন্যার আশঙ্কা রয়েছে। সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, নওগাঁ এবং দিনাজপুর জেলা নতুন করে প্লাবিত হতে পারে।

আবহাওয়াবিদ আবদুর রহমান বাংলাদেশের বার্তা’কে জানিয়েছেন, দেশের উত্তর ও পূর্বাঞ্চলে, বিশেষ করে কুমিল্লা ও ফেনী অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। তবে, এবারের বন্যা তেমন বড় হতে পারে না।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, সেপ্টেম্বরের শেষদিকে পানি বাড়তে পারে, কিন্তু তেমন বড় ঝুঁকি নেই। আকস্মিক বন্যার সঠিক পূর্বাভাস তিন দিন আগে দেয়া সম্ভব।

বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম জানিয়েছেন, বন্যার ক্ষয়ক্ষতি কমাতে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতির পাশাপাশি দীর্ঘমেয়াদে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। নদীর পানি দ্রুত নামাতে নদী খনন ও খালের সাথে কানেক্টিভিটি রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, বাঁধ নির্মাণের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রয়োজন এবং আবহাওয়া পূর্বাভাসের তথ্য সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় উপস্থাপন করা উচিৎ।