ব্রাহ্মণবাড়িয়া হলি ল্যাব হাসপাতালে অভিযান চালিয়ে লক্ষ টাকা জরিমানা

- আপডেট সময় : ০৬:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ৯৬৫৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় হলি ল্যাব হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে (ওটি) মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং উন্মুক্ত অবস্থায় মেডিকেল বর্জ্য রাখায় এক লাখ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এসময় তার সঙ্গে ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) আশরাফুর রহমান হিমেল, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক শাহজালাল ভূঁইয়া ও সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর শফিউর রহমান ভূইয়া।
জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুর রহমান হিমেল জানান, হলি ল্যাব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
এসময় ঐ হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং উন্মুক্ত অবস্থায় মেডিকেল বর্জ্য পাওয়া যায়। এছাড়াও ঐ হাসপাতালের সাধারণ ওয়ার্ডে পর্যাপ্ত ভেন্টিলেশন বা আলো বাতাসের ব্যবস্থা নেই। এবং পর্যাপ্ত দক্ষ নার্সও পাওয়া যায়নি। এসব কারণে হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরও জানান জনগণের সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যেই আমাদের এমন অভিযান।
এধরনের অভিযান চলমান থাকবে এবং নিয়ম ভঙ্গ কারীদেরকে উপযুক্ত শাস্তি ও আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।