ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ভোক্তা অধিকার বিরোধী তৎপরতায় বেকারি মালিক বিরুদ্ধে রাবিতে মানববন্ধন

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৫৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ৯৬০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন,রাবি:

  • রাজশাহীতে ভোক্তা অধিকার বিরোধী তৎপরতায় বেকারি মালিক সমিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন কনজুমার ইয়ুথ বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।

রোববার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধনে ‘পচা বাসি বেকারি, আর ময় দরকারি’, ‘চলো যাই যুদ্ধে, ভেজালের বিরুদ্ধে’, ‘ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম’সহ বিভিন্ন প্লাকার্ড হাতে প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে জাহিদ হাসান নামে আরবি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীতে খাদ্যে ভেজাল প্রতিরোধে একটি অভিযান চালানোর পরে বেকারি মালিক সমিতি ওই অভিযানের বিরুদ্ধে মানববন্ধন করেছে। আমরা মনে করি, ওই মানববন্ধনের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে, তারা অপরাধ করবে, সেটা কোনো দোষনা বরং তাদের অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা দোষ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চালানো ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিজানের বিরুদ্ধে বেকারি মালিক সমিতির প্রতিবাদ করার অর্থ কি? প্রত্যেকটা সেক্টর থেকে যদি অপরাধীরা এভাবে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে তো দেশটাই ধ্বংস হয়ে যাবে।’

তিনে আরো বলেন, ‘আমরা বলতে চাই যে, বেকারি মালিক সমিতি যেটা করেছে, সেটা কোনো সঠিক কাজ হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে আমরা সাধুবাদ জানাই। আরো বেশি এধরনের অভিযান পরিচালনা করার জন্য অধিদপ্তরকে আমরা অনুরোধ করছি।’

কনজুমার ইউথ বাংলাদেশ রাবি শাখার সভাপতি জেডএম তৌহিদূন নূর বলেন, রাজশাহী বেকারি মালিক সমিতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার বিরুদ্ধে যে মানববন্ধন করেছে, সেটা জনগনের বিরুদ্ধে মানববন্ধন করার সামিল। এটাকে ভোক্তা অধিকার বিরোধী অপতৎপরতা বলে আমরা মনে করি। আমাদের অধিকার বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। শুধু বেকারি মালিক সমিতি না, যেকোনো মালিক সমিতি ভোক্তা অধিকার বিরোধী কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করলে, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবো। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জনকল্যাণে আরো বেশি বেশি অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করছি।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করেন আইন বিভাগের শিক্ষার্থী আল-আমিন হোসেন। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সামনে বেকারি মালিক সমিতি বেকারি কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার বিরুদ্ধে মানববন্ধন করে।

http://এস-এএইচ

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোক্তা অধিকার বিরোধী তৎপরতায় বেকারি মালিক বিরুদ্ধে রাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৫৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

মনির হোসেন মাহিন,রাবি:

  • রাজশাহীতে ভোক্তা অধিকার বিরোধী তৎপরতায় বেকারি মালিক সমিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন কনজুমার ইয়ুথ বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।

রোববার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধনে ‘পচা বাসি বেকারি, আর ময় দরকারি’, ‘চলো যাই যুদ্ধে, ভেজালের বিরুদ্ধে’, ‘ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম’সহ বিভিন্ন প্লাকার্ড হাতে প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে জাহিদ হাসান নামে আরবি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীতে খাদ্যে ভেজাল প্রতিরোধে একটি অভিযান চালানোর পরে বেকারি মালিক সমিতি ওই অভিযানের বিরুদ্ধে মানববন্ধন করেছে। আমরা মনে করি, ওই মানববন্ধনের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে, তারা অপরাধ করবে, সেটা কোনো দোষনা বরং তাদের অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা দোষ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চালানো ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিজানের বিরুদ্ধে বেকারি মালিক সমিতির প্রতিবাদ করার অর্থ কি? প্রত্যেকটা সেক্টর থেকে যদি অপরাধীরা এভাবে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে তো দেশটাই ধ্বংস হয়ে যাবে।’

তিনে আরো বলেন, ‘আমরা বলতে চাই যে, বেকারি মালিক সমিতি যেটা করেছে, সেটা কোনো সঠিক কাজ হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে আমরা সাধুবাদ জানাই। আরো বেশি এধরনের অভিযান পরিচালনা করার জন্য অধিদপ্তরকে আমরা অনুরোধ করছি।’

কনজুমার ইউথ বাংলাদেশ রাবি শাখার সভাপতি জেডএম তৌহিদূন নূর বলেন, রাজশাহী বেকারি মালিক সমিতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার বিরুদ্ধে যে মানববন্ধন করেছে, সেটা জনগনের বিরুদ্ধে মানববন্ধন করার সামিল। এটাকে ভোক্তা অধিকার বিরোধী অপতৎপরতা বলে আমরা মনে করি। আমাদের অধিকার বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। শুধু বেকারি মালিক সমিতি না, যেকোনো মালিক সমিতি ভোক্তা অধিকার বিরোধী কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করলে, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবো। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জনকল্যাণে আরো বেশি বেশি অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করছি।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করেন আইন বিভাগের শিক্ষার্থী আল-আমিন হোসেন। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সামনে বেকারি মালিক সমিতি বেকারি কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার বিরুদ্ধে মানববন্ধন করে।

http://এস-এএইচ