ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় বাস-বোরাক সংঘর্ষ, কলেজ ছাত্রীসহ নিহত -৪

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • / ৯৬১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃআল-আমিন,ভোলা জেলা প্রতিনিধি।

ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে কলেজ পড়ুয়া দুই ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ওতরউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক আব্দুল কাদের (৪০) গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)। নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে তিনযাত্রী বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। বাংলাবাজারের দক্ষিণ পাশে ওতরদ্দিন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ওই তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজে অংশ নেন।এ সময় অটোচালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত তিনজন নিহত ও এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আহত অন্য আরেক জনকে হাসপাতালে নেয়ার পরে মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাড়ালো চার জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলায় বাস-বোরাক সংঘর্ষ, কলেজ ছাত্রীসহ নিহত -৪

আপডেট সময় : ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

মোঃআল-আমিন,ভোলা জেলা প্রতিনিধি।

ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে কলেজ পড়ুয়া দুই ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ওতরউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক আব্দুল কাদের (৪০) গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)। নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে তিনযাত্রী বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। বাংলাবাজারের দক্ষিণ পাশে ওতরদ্দিন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ওই তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজে অংশ নেন।এ সময় অটোচালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত তিনজন নিহত ও এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আহত অন্য আরেক জনকে হাসপাতালে নেয়ার পরে মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাড়ালো চার জন।