ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাবি শাখা ছাত্রলীগের কমিটি নিয়ে ধূম্রজাল, হতাশ নেতারা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / ৯৬৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ শাখার কেন্দ্রীয় সম্মেলন ১২ নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা হবে বলে জানানো হয়েছিলো। কিন্তু গতকাল
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বক্তব্যের পর রাবি শাখা ছাত্রলীগের কমিটি হবে কি না তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। এতে পদপ্রত্যাশী নেতাদের মধ্যে হতাশা কাজ করছেন।

পদপ্রত্যাশী নেতাকর্মীরা সংশয় প্রকাশ করে বলেন, প্রায় সাতবছর পর কমিটির তারিখ ঘোষণা করা হয়েছে। প্রথমে সম্মেলন হবে বলে জানানো হলেও পরে তা বাতিল করে দেন কেন্দ্রীয় ছাত্রলীগ। তাদের অনেকেরই পড়াশোনা শেষ পর্যায়ে আবার অনেকেই পড়াশোনা শেষ হয়েছে। এ মুহুর্তে কমিটির তারিখ পেছানো হলে হতাশায় নিমজ্জিত হবেন বলে তারা জানান।

গতকাল শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাহাউদ্দিন নাছিম বলেন, ছাত্রলীগ নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না। এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলেই রাবি শাখার কমিটি না হওয়া নিয়ে গুঞ্জন ওঠে।

এ বক্তব্য শোনার পর হতাশার সুর নিয়ে পদপ্রত্যাশী এক ছাত্রলীগ নেতা বলেন,’রাবি ছাত্রলীগের কমিটি নিয়ে কেন বারবার এমন হচ্ছে? এক বছরের কমিটি ৭ বছর অতিক্রম করতে চললো। এভাবে আর চলতে পারে না। ক্যাম্পাসে নতুন নেতৃত্ব আসুক। আমরা চাই যেকোনোভাবেই হোক না কেন কমিটিটা হোক। যেহেতু সম্মেলন সম্ভব হয়নি, তাই প্রেসের মাধ্যমেই কমিটি ঘোষণা করা হোক।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘কমিটি হবে কি না এ বিষয়টি আমরাও জানি না। আমরা এখন পর্যন্ত কোনো সঠিক নির্দেশনা পাইনি।’

কমিটি প্রেসের মাধ্যমে দেওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযোদ্ধা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস বলেন, ‘একটু আগে একটা নিউজ দেখলাম। সেখানে বাহাউদ্দিন নাছিম ভাই বলেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে আর কোনো শাখার কমিটি দিতে পারবে না। নাছিম ভাই নিশ্চয়ই দায়িত্বশীল জায়গা থেকেই বলেছেন। তাই কমিটি না হওয়ার সম্ভাবনাই বেশি।’

কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আহসান হাবীর বাপ্পী বলেন, এই কমিটি না হওয়ার সম্ভাবনাই ৯৯ শতাংশ। যেহেতু রাবি শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ পূর্বনির্ধারিত, তাই এই কমিটি হওয়ার কোনো সুযোগ আছে কি না এমন প্রশ্নে আহসান হাবীব বাপ্পী বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ভালো বলতে পারবেন।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল- নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিকবার তাঁদের মোবাইল ফোন নম্বরে কল দিলেও তাঁরা রিসিভ করেননি।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাবি শাখা ছাত্রলীগের কমিটি নিয়ে ধূম্রজাল, হতাশ নেতারা

আপডেট সময় : ০২:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

মনির হোসেন মাহিন:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ শাখার কেন্দ্রীয় সম্মেলন ১২ নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা হবে বলে জানানো হয়েছিলো। কিন্তু গতকাল
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বক্তব্যের পর রাবি শাখা ছাত্রলীগের কমিটি হবে কি না তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। এতে পদপ্রত্যাশী নেতাদের মধ্যে হতাশা কাজ করছেন।

পদপ্রত্যাশী নেতাকর্মীরা সংশয় প্রকাশ করে বলেন, প্রায় সাতবছর পর কমিটির তারিখ ঘোষণা করা হয়েছে। প্রথমে সম্মেলন হবে বলে জানানো হলেও পরে তা বাতিল করে দেন কেন্দ্রীয় ছাত্রলীগ। তাদের অনেকেরই পড়াশোনা শেষ পর্যায়ে আবার অনেকেই পড়াশোনা শেষ হয়েছে। এ মুহুর্তে কমিটির তারিখ পেছানো হলে হতাশায় নিমজ্জিত হবেন বলে তারা জানান।

গতকাল শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাহাউদ্দিন নাছিম বলেন, ছাত্রলীগ নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না। এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলেই রাবি শাখার কমিটি না হওয়া নিয়ে গুঞ্জন ওঠে।

এ বক্তব্য শোনার পর হতাশার সুর নিয়ে পদপ্রত্যাশী এক ছাত্রলীগ নেতা বলেন,’রাবি ছাত্রলীগের কমিটি নিয়ে কেন বারবার এমন হচ্ছে? এক বছরের কমিটি ৭ বছর অতিক্রম করতে চললো। এভাবে আর চলতে পারে না। ক্যাম্পাসে নতুন নেতৃত্ব আসুক। আমরা চাই যেকোনোভাবেই হোক না কেন কমিটিটা হোক। যেহেতু সম্মেলন সম্ভব হয়নি, তাই প্রেসের মাধ্যমেই কমিটি ঘোষণা করা হোক।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘কমিটি হবে কি না এ বিষয়টি আমরাও জানি না। আমরা এখন পর্যন্ত কোনো সঠিক নির্দেশনা পাইনি।’

কমিটি প্রেসের মাধ্যমে দেওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযোদ্ধা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস বলেন, ‘একটু আগে একটা নিউজ দেখলাম। সেখানে বাহাউদ্দিন নাছিম ভাই বলেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে আর কোনো শাখার কমিটি দিতে পারবে না। নাছিম ভাই নিশ্চয়ই দায়িত্বশীল জায়গা থেকেই বলেছেন। তাই কমিটি না হওয়ার সম্ভাবনাই বেশি।’

কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আহসান হাবীর বাপ্পী বলেন, এই কমিটি না হওয়ার সম্ভাবনাই ৯৯ শতাংশ। যেহেতু রাবি শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ পূর্বনির্ধারিত, তাই এই কমিটি হওয়ার কোনো সুযোগ আছে কি না এমন প্রশ্নে আহসান হাবীব বাপ্পী বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ভালো বলতে পারবেন।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল- নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিকবার তাঁদের মোবাইল ফোন নম্বরে কল দিলেও তাঁরা রিসিভ করেননি।