সদরপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই | বাংলাদেশের বার্তা

- আপডেট সময় : ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
- / ৯৬৫১ বার পড়া হয়েছে
সোবাহান সৈকত সদরপুর(ফরিদপুর)
ফরিদপুরের সদরপুরে একটি সরিষা ক্ষেত থেকে শাহজাহান বেপারী (৪২) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার চরমানাইর ইউনিয়নের রহমাত উল্লাহ মাতুব্বরেরকান্দি গ্রামের সরিষা ক্ষেত থেকে শাহজাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহজাহান বেপারী মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরবন্দরখোলা ইউনিয়নের মিয়াজান বেপারীকান্দি গ্রামের আমিনউদ্দিন বেপারীর ছেলে ।
স্থানীয়রা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহজাহান বেপারী গত মঙ্গলবার সর্বশেষ সন্ধ্যারাতে তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত ১১টার পর থেকে তার মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করলে মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পুলিশ গত বুধবার বিকাল ৩ টার দিকে একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতে গিয়ে দুবৃর্ত্তরা তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার জন্য তার মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সদরপুর থানা পুলিশ।