ব্রেকিং নিউজ ::
সদরপুরে বসতবাড়ীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ০৪:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ৯৬৫৪ বার পড়া হয়েছে
সোবাহান সৈকত, সদরপুর, (ফরিদপুর) ॥
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের চর চাঁদপুর বাজারকান্দি গ্রামের শেখ মওলার বাড়ীতে গতকাল বুধবার দুপুরে এক অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
দুপুর অনুমান একটায় অগ্নিকান্ডে শেখ মওলা, শেখ কাউছার, শেখ মোস্তফা ও শেখ রহমানের বাড়ীর ৪ টি বসত ঘর, গরুর ঘর, রান্না ঘর সহ মোট ৯টি ঘর ও ১টি মোটরসাইকেল সহ প্রায় ১৫লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে তা সঠিকভাবে কেউ বলতে পারে না।
স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের ১২জন সদস্য খোলা আকাশের নীচে মানবেতর জীবন কাটাচ্ছে। ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।