কক্সবাজারে শুরু হয়েছে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা
- আপডেট সময় : ০২:১৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ৯৬৮১ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন,কক্সবাজার জেলা প্রতিনিধি॥
কক্সবাজারে চেস ফেডারেশনের তত্ত্বাবধানে গতকাল ২৭.০৮.২০২২ খ্রি. থেকে শুরু হয়েছে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা “Marks Active School Chess Champs” বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে, জেলা পুলিশ কক্সবাজারের ব্যবস্থাপনায় ও আবুল খায়ের গ্রুপের সহযোগিতায়, কক্সবাজার জেলা পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), কক্সবাজার। তিনি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। পুলিশ সুপার বলেন, আজকের দিনের শিশুরা হয়ে ওঠো আগামীর গ্রান্ডমাস্টার।
জাতি তোমাদের হাতে অনেককিছু আশা করছে। তোমরা দেশকে অনেককিছু দিতে পারবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল ইসলাম সহ বাংলাদেশ দাবা ফেডারেশনের, কক্সবাজার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ; অরবিটারগণ এবং আবুল খায়ের গ্রুপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ চেস ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগীতার মাধ্যমে আমরা খুঁজে বের করতে চাই কক্সবাজার জেলার সেরা ক্ষুদে দাবাড়ুদের। স্কুল ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে দাবা খেলা অত্যাবশকীয় ও যুগোপযোগী খেলা।
বর্তমান যুব ও কিশোর সমাজ সহ কোমলমতি শিশুরা অবধি খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। দিনদিন মাদকের নেশা ও মোবাইলের প্রতি আসক্তির কারণে আমরা মেধাবী শিক্ষার্থীদের হারিয়ে ফেলছি।
স্কুলের ছাত্রছাত্রীরা পড়ালেখার পাশাপাশি যদি দাবা খেলাকে বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নেয় তবে তাদের মানসিক বিকাশের ধারা অত্যন্ত সুস্থ ও শক্তিশালী হবে।
















