ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে যে চার প্রদেশে ভাগ করতে চায় সংস্কার কমিশন

মেহেরুন ওমায়েদ
  • আপডেট সময় : ০৪:১৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৫৯৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্র সংস্কারের সুপারিশমালা জামা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। দেশকে বিকেন্দ্রীকরণের জন্য চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করবে কমিশন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগকে চার প্রদেশ করা হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এ কথা জানান।

তিনি জানান, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করা হবে। এছাড়া অন্যান্য ক্যাডারে ৫০ শতাংশ করে কোটা এবং পুলিশ ভেরিফিকেশন সহজ করাসহ একগুচ্ছ সুপারিশ জমা দেওয়া হবে।

আবদুল মুয়ীদ চৌধুরী জানান, জনপ্রশাসন সংস্কারে ১০০’র উপরে সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়নযোগ্য বলে মনে করেন তিনি।

প্রধান উপদেষ্টার কাছে উল্লিখিত দুই কমিশনের সম্ভাব্য আরও সুপারিশের মধ্যে রয়েছে, প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত, সমুদ্রনিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক বাণিজ্যের বিষয় ঢাকায় রেখে বিকেন্দ্রীকরণের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগকে প্রদেশ করা।

এছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং বাকি ২৫ ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা, শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা কমিশন গঠন, চাকরিতে পুলিশ ভেরিফিকেশনে পরিচয়-ঠিকানা ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই প্রথা উঠিয়ে দেওয়াসহ প্রতি জেলায় একজন তথ্য কর্মকর্তা রাখা।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী আরও বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা থাকলে কাজ শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়েছিল।

তিনি বলেন, জনপ্রশাসন একটি বিশাল ব্যাপার। তাই এর সংস্কারে সুপারিশও বেশি করা হয়েছে।

সুপারিশগুলো জমা দেওয়ার পর এগুলো নিয়ে পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার।

৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই গুরুত্ব দেয় রাষ্ট্র সংস্কারে। অক্টোবরের শুরুতেই গঠন করে ছয় সংস্কার কমিশন। গত ১৫ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনসহ নির্বাচন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। জনপ্রশাসন এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন ৩১ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশকে যে চার প্রদেশে ভাগ করতে চায় সংস্কার কমিশন

আপডেট সময় : ০৪:১৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

আগামীকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্র সংস্কারের সুপারিশমালা জামা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। দেশকে বিকেন্দ্রীকরণের জন্য চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করবে কমিশন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগকে চার প্রদেশ করা হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এ কথা জানান।

তিনি জানান, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করা হবে। এছাড়া অন্যান্য ক্যাডারে ৫০ শতাংশ করে কোটা এবং পুলিশ ভেরিফিকেশন সহজ করাসহ একগুচ্ছ সুপারিশ জমা দেওয়া হবে।

আবদুল মুয়ীদ চৌধুরী জানান, জনপ্রশাসন সংস্কারে ১০০’র উপরে সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়নযোগ্য বলে মনে করেন তিনি।

প্রধান উপদেষ্টার কাছে উল্লিখিত দুই কমিশনের সম্ভাব্য আরও সুপারিশের মধ্যে রয়েছে, প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত, সমুদ্রনিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক বাণিজ্যের বিষয় ঢাকায় রেখে বিকেন্দ্রীকরণের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগকে প্রদেশ করা।

এছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং বাকি ২৫ ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা, শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা কমিশন গঠন, চাকরিতে পুলিশ ভেরিফিকেশনে পরিচয়-ঠিকানা ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই প্রথা উঠিয়ে দেওয়াসহ প্রতি জেলায় একজন তথ্য কর্মকর্তা রাখা।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী আরও বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা থাকলে কাজ শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়েছিল।

তিনি বলেন, জনপ্রশাসন একটি বিশাল ব্যাপার। তাই এর সংস্কারে সুপারিশও বেশি করা হয়েছে।

সুপারিশগুলো জমা দেওয়ার পর এগুলো নিয়ে পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার।

৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই গুরুত্ব দেয় রাষ্ট্র সংস্কারে। অক্টোবরের শুরুতেই গঠন করে ছয় সংস্কার কমিশন। গত ১৫ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনসহ নির্বাচন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। জনপ্রশাসন এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন ৩১ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছিল।