ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দেশের যে উন্নয়ন হয়েছে রাজশাহী শহর তার বড় প্রমান-/এম.এ.মান্নান

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণে যত কাজ করা দরকার, আওয়ামী লীগ সরকার সকল কাজ করে যাচ্ছেন। দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, আমি বিশ্বাস করি সঠিক হাতেই রয়েছে বাংলাদেশ। দেশের যে উন্নয়ন হচ্ছে রাজশাহী শহর তার বড় প্রমাণ। এই শহরের উন্নয়নে আরো বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে বাংলাদের সরকার।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর যে সাহস এবং দৃঢ়তা, তা বাংলাদেশের উন্নয়নের দিকে ধাবিত করছে।

গত ১৫ বছরে একদিনও অফিসে দেরি করে আসেতে দেখিনি প্রধানমন্ত্রীকে। জাপানিজ বা ব্রিটিশদের কাছ থেকে আমাদের সময়ানুবর্তিতা শিখতে হবে না। আমাদের প্রধানমন্ত্রীই তার জ্বলন্ত উদাহরণ। দেশের কাজে কোন সময় একটু দেরি হওয়ার সম্ভাবনা থাকলে তিনি আগেই থেকেই আমাদের জানিয়ে দেন।

পাশাপাশি তিনি একজন তীক্ষ্ণ স্মৃতি শক্তি সম্পন্ন মানুষ। এই দেশের কোথায় কি আছে সবকিছুই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা উন্নত দেশে কেন মডেল খুঁজবা? আমাদের বাংলাদেশেই তো মডেল আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো আমাদের মডেল। তোমরা যারা আগামীকালে জাতির নেতৃত্ব দিবে তোমাদের তাঁর কাছ থেকে অনেক কিছু শিখার আছে।

আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র (রাসিক) খায়রুজ্জামান লিটন, উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর অবায়দুর রহমান, বঙ্গবন্ধু অধ্যাপক প্রফেসর সনৎ কুমার সাহা।

অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, শেখ হাসিনা ৮০ দশকে বুকে পাথর বেধে দেশের জন্য এগিয়ে এসেছিলেন। সেই সময়ে দেশে অবস্থান করে লিখে রেখেছিলেন কিভাবে আগামীতে দেশ উন্নয়নের দিকে যাবে। সেই দূরদর্শী পরিকল্পনার জন্য দেশ আজ মধ্যম আয়ের দেশে পৌঁছেছে৷

বর্তমান সময়ের ডেল্টা প্লান সেই সময়ে তিনি করেছিলেন। পাহাড়ীদের দুর্দশার জন্য প্রথম তিনি শান্তি চুক্তিতে হাত দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে পাহাড়ি অঞ্চলে শান্তি বিরাজ করছে। সেইসব এলাকায় নানান ধরনের উৎপাদন ব্যাপকহারে বেড়েছে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।

আলোচনা সভা শেষে পরিকল্পনামন্ত্রী, রাসিক মেয়রসহ অতিথিদের প্রগতিশীল লেখক সোহরাব হোসেন রচিত ‘বঙ্গবন্ধু দুই কন্যার প্রবাসে দুঃসহ জীবন’ সম্পর্কে বই উপহার প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এদিকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বুধবার একদিনের সফরে রাজশাহী অবস্থান করছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে বৃক্ষরোপণ করেন।

এইচ/কে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশের যে উন্নয়ন হয়েছে রাজশাহী শহর তার বড় প্রমান-/এম.এ.মান্নান

আপডেট সময় : ০২:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণে যত কাজ করা দরকার, আওয়ামী লীগ সরকার সকল কাজ করে যাচ্ছেন। দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, আমি বিশ্বাস করি সঠিক হাতেই রয়েছে বাংলাদেশ। দেশের যে উন্নয়ন হচ্ছে রাজশাহী শহর তার বড় প্রমাণ। এই শহরের উন্নয়নে আরো বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে বাংলাদের সরকার।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর যে সাহস এবং দৃঢ়তা, তা বাংলাদেশের উন্নয়নের দিকে ধাবিত করছে।

গত ১৫ বছরে একদিনও অফিসে দেরি করে আসেতে দেখিনি প্রধানমন্ত্রীকে। জাপানিজ বা ব্রিটিশদের কাছ থেকে আমাদের সময়ানুবর্তিতা শিখতে হবে না। আমাদের প্রধানমন্ত্রীই তার জ্বলন্ত উদাহরণ। দেশের কাজে কোন সময় একটু দেরি হওয়ার সম্ভাবনা থাকলে তিনি আগেই থেকেই আমাদের জানিয়ে দেন।

পাশাপাশি তিনি একজন তীক্ষ্ণ স্মৃতি শক্তি সম্পন্ন মানুষ। এই দেশের কোথায় কি আছে সবকিছুই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা উন্নত দেশে কেন মডেল খুঁজবা? আমাদের বাংলাদেশেই তো মডেল আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো আমাদের মডেল। তোমরা যারা আগামীকালে জাতির নেতৃত্ব দিবে তোমাদের তাঁর কাছ থেকে অনেক কিছু শিখার আছে।

আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র (রাসিক) খায়রুজ্জামান লিটন, উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর অবায়দুর রহমান, বঙ্গবন্ধু অধ্যাপক প্রফেসর সনৎ কুমার সাহা।

অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, শেখ হাসিনা ৮০ দশকে বুকে পাথর বেধে দেশের জন্য এগিয়ে এসেছিলেন। সেই সময়ে দেশে অবস্থান করে লিখে রেখেছিলেন কিভাবে আগামীতে দেশ উন্নয়নের দিকে যাবে। সেই দূরদর্শী পরিকল্পনার জন্য দেশ আজ মধ্যম আয়ের দেশে পৌঁছেছে৷

বর্তমান সময়ের ডেল্টা প্লান সেই সময়ে তিনি করেছিলেন। পাহাড়ীদের দুর্দশার জন্য প্রথম তিনি শান্তি চুক্তিতে হাত দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে পাহাড়ি অঞ্চলে শান্তি বিরাজ করছে। সেইসব এলাকায় নানান ধরনের উৎপাদন ব্যাপকহারে বেড়েছে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।

আলোচনা সভা শেষে পরিকল্পনামন্ত্রী, রাসিক মেয়রসহ অতিথিদের প্রগতিশীল লেখক সোহরাব হোসেন রচিত ‘বঙ্গবন্ধু দুই কন্যার প্রবাসে দুঃসহ জীবন’ সম্পর্কে বই উপহার প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এদিকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বুধবার একদিনের সফরে রাজশাহী অবস্থান করছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে বৃক্ষরোপণ করেন।

এইচ/কে