ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চিহ্নমেলা অপশক্তির বিরুদ্ধে বিদ্রোহের চিহ্ন: কবি নির্মলেন্দু গুণ | ক্যাম্পাস

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • / ৯৬০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

কবি নির্মলেন্দু গুণ বলেছেন, চিহ্নমেলার এই পঞ্চম আসরে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই মিলনমেলার নাম চিহ্ন দেওয়াতে আমার খুব ভালো লেগেছে । এই চিহ্ন আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের সংগ্রামের চিহ্ন আমাদের প্রতিবাদের চিহ্ন, অপশক্তির বিরুদ্ধে বিদ্রোহের চিহ্ন।

সোমবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদুল্লাহ কলাভবন প্রাঙ্গণে দুই বাংলার লেখক-পাঠক ও সম্পাদকদের নিয়ে পঞ্চমবারের মতো দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

কবি বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকগণ এখানে এসেছেন। এছাড়াও ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা থেকেও অনেক সাহিত্যপ্রেমি শামিল হয়েছেন এই চিহ্ন মেলায়। নামটা শুনেই আমার মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’। এই উৎসব আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করুক, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তির যোগান দিক এই প্রত্যাশা করছি।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, পশ্চিম বাংলার প্রখ্যাত লিটলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত, প্রাবন্ধিক ও অর্থনীতিবিদ সনৎকুমার সাহা, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কবি-অধ্যাপক জুলফিকার মতিন ও চিহ্ন পত্রিকার সম্পাদক অধ্যাপক শহীদ ইকবালসহ আরো অনেকে।

এবারে চিহ্ন সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার, চিহ্ন সারস্বত-সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন, চিহ্ন লিটলম্যাগ-সম্মাননা পাচ্ছেন চট্টগ্রামের লেখক ও লিটলম্যাগ সম্পাদক আলী প্রয়াসের সাহিত্য পত্রিকা তৃতীয় চোখ। অপরদিকে কলকাতার কবি ও লিটলম্যাগ সম্পাদক অমলীন্দ বিশ্বাসের নৌকো পত্রিকা।

এদিন সকাল সাড়ে ১০ টায় চিহ্নমেলা মুক্তবাঙলা-২২ এর ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদুল্লাহ কলা ভবন চত্বরে গিয়ে শেষ হয়। এতে সাহিত্যবিষয়ক ভারতের ৭০টি ও বাংলাদেশের ১০০টি ছোটকাগজ ও পত্রিকার কর্মী-সম্পাদক-লেখক-পাঠক অংশ নেন। ১৭০টি লিটলম্যাগ, ১০৫টি পত্রিকা, দুই শতাধিক স্টল ও পাঁচ শতাধিক লেখক-পাঠক-সম্পাদকের সম্মিলনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ক্যাম্পাস চত্বরে।

এছাড়াও, মেলার দ্বিতীয় দিন শুরু হবে ‘লিটলম্যাগে লেখালেখি: ‘দ্বৈরথ ও দ্ব›দ্ব’ আড্ডার মাধ্যমে। আসরে বসবেন সন্দীপ দত্ত, হোসেনউদ্দীন হোসেন, নারায়ন রায়, রাজা সহিদুল আসলাম, মনিরুল মনির ও মনজু রহমান। বিকেলে রাহেল রাজীবের সঞ্চালনায় থাকছে ‘গদ্য আখ্যান ও বাঙলার গ্রামীণ জীবন’ নামে। এতে কথা রাখবেন কানাই সেন, তারেক রেজা, এম আবদুল আলীম, মাসুদুল হক ও কাজী রাফি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিহ্নমেলা অপশক্তির বিরুদ্ধে বিদ্রোহের চিহ্ন: কবি নির্মলেন্দু গুণ | ক্যাম্পাস

আপডেট সময় : ০২:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

কবি নির্মলেন্দু গুণ বলেছেন, চিহ্নমেলার এই পঞ্চম আসরে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই মিলনমেলার নাম চিহ্ন দেওয়াতে আমার খুব ভালো লেগেছে । এই চিহ্ন আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের সংগ্রামের চিহ্ন আমাদের প্রতিবাদের চিহ্ন, অপশক্তির বিরুদ্ধে বিদ্রোহের চিহ্ন।

সোমবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদুল্লাহ কলাভবন প্রাঙ্গণে দুই বাংলার লেখক-পাঠক ও সম্পাদকদের নিয়ে পঞ্চমবারের মতো দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

কবি বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকগণ এখানে এসেছেন। এছাড়াও ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা থেকেও অনেক সাহিত্যপ্রেমি শামিল হয়েছেন এই চিহ্ন মেলায়। নামটা শুনেই আমার মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’। এই উৎসব আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করুক, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তির যোগান দিক এই প্রত্যাশা করছি।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, পশ্চিম বাংলার প্রখ্যাত লিটলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত, প্রাবন্ধিক ও অর্থনীতিবিদ সনৎকুমার সাহা, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কবি-অধ্যাপক জুলফিকার মতিন ও চিহ্ন পত্রিকার সম্পাদক অধ্যাপক শহীদ ইকবালসহ আরো অনেকে।

এবারে চিহ্ন সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার, চিহ্ন সারস্বত-সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন, চিহ্ন লিটলম্যাগ-সম্মাননা পাচ্ছেন চট্টগ্রামের লেখক ও লিটলম্যাগ সম্পাদক আলী প্রয়াসের সাহিত্য পত্রিকা তৃতীয় চোখ। অপরদিকে কলকাতার কবি ও লিটলম্যাগ সম্পাদক অমলীন্দ বিশ্বাসের নৌকো পত্রিকা।

এদিন সকাল সাড়ে ১০ টায় চিহ্নমেলা মুক্তবাঙলা-২২ এর ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদুল্লাহ কলা ভবন চত্বরে গিয়ে শেষ হয়। এতে সাহিত্যবিষয়ক ভারতের ৭০টি ও বাংলাদেশের ১০০টি ছোটকাগজ ও পত্রিকার কর্মী-সম্পাদক-লেখক-পাঠক অংশ নেন। ১৭০টি লিটলম্যাগ, ১০৫টি পত্রিকা, দুই শতাধিক স্টল ও পাঁচ শতাধিক লেখক-পাঠক-সম্পাদকের সম্মিলনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ক্যাম্পাস চত্বরে।

এছাড়াও, মেলার দ্বিতীয় দিন শুরু হবে ‘লিটলম্যাগে লেখালেখি: ‘দ্বৈরথ ও দ্ব›দ্ব’ আড্ডার মাধ্যমে। আসরে বসবেন সন্দীপ দত্ত, হোসেনউদ্দীন হোসেন, নারায়ন রায়, রাজা সহিদুল আসলাম, মনিরুল মনির ও মনজু রহমান। বিকেলে রাহেল রাজীবের সঞ্চালনায় থাকছে ‘গদ্য আখ্যান ও বাঙলার গ্রামীণ জীবন’ নামে। এতে কথা রাখবেন কানাই সেন, তারেক রেজা, এম আবদুল আলীম, মাসুদুল হক ও কাজী রাফি।