মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

- আপডেট সময় : ০৪:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ৯৬৪৪ বার পড়া হয়েছে
পলাশ হোসেন, মিঠাপুকুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা রংপুর হাইওয়ের গড়ের মাথা সংলগ্ন এলাকায় বাস অটোর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।আহত হয়েছে ১ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,মিঠাপুকুর উপজেলার গড়েরমাথা সংলগ্ন এলাকায় দুপুর ৩.৩০ ঘটিকার সময় রংপুর থেকে দিনাজপুরগামী লাল রঙ্গের একটি বাস শঠিবাড়ি থেকে জায়গীরগামী চার্জার অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোকছেদুল( ৪৫) নিহত হয়।আহত হয় অটোচালক ফজলু মিয়া(৪৭)।আহত অটোচালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আলু ব্যবসায়ী মোকছেদুল মিঠাপুকুর উপজেলার ৭ নং লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।ব্যবসায়িক কাজে শঠিবাড়িতে গিয়েছিলেন।ফেরার পথে দূর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে বড়দর্গা হাইওয়ে পুলিশ শাহাজান আলী জানান, আমরা বাস ও অটোর সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে পৌছানোর আগেই স্থানিয়রা আহত ২জনকে রংপুর মেডিকেল কলেজ এ পাঠায়। তিনি আরও বলেন নতুন রাস্তার বাড়তি অংশে মুখোমুখি সংঘর্ষটি হয়। পরে ভাঙ্গা অটোটি তারা থানায় নিয় যায়।