ঝিনাইগাতীতে তিনশত বোতল ভারতীয় ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক

- আপডেট সময় : ০৯:০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ৯৬২৩ বার পড়া হয়েছে
মো. ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে ৩ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক হয়েছে। ১২ মার্চ রবিবার রাত ৩ টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী বাজার থেকে এসব মদ ও প্রাইভেটকার আটক করেছে পুলিশ।
থানার সুত্রে জানা গেছে, রবিবার রাত ৩টার সময় উপজেলার রাংটিয়াতে টহলরহ হাইওয়ে পুলিশের সামনে দিয়ে প্রাইভেটকারটি দ্রুত নালিতাবাড়ীর দিকে রওনা হলে পিছু নেয় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা, এএসআই আতিকুর রহমান ও কিছু কনস্টেবল।
পুলিশের ধাওয়া খেয়ে তারা নালিতাবাড়ীর দিকে না গিয়ে নন্নী রোড় হয়ে শেরপুর অভিমুখে রওনা দিয়ে কদমতলী বাজারের কাছে গিয়ে নিজেকে বাঁচাতে প্রাইভেটকার রেখে তারা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভিতরে ৩ শত বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। পরে ফেনসিডিল সহ প্রাইভেটকারটি থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, আটককৃত প্রাইভেটকারটি সহ পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত অব্যাহত থাকবে।