ইফতার সামগ্রী দিলেন পৌর আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহ কোম্পানী
- আপডেট সময় : ০৬:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ৯৬১৫ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন।।
সিয়াম-সাধনার মাস পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার পৌর শাখার সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, উপকূলিয় আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আতিক উল্লাহ কোম্পানী কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের স্থানীয় ১শ গরিব-দুঃস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার (০৩ এপ্রিল) সকাল সাড়ে এগারোটার সময় কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ তাঁর নিজ এলাকায় সমিতি পাড়া মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজ উদ্দিন ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ৭নং ইউনিটের সভাপতি আবুল কালাম ও বায়তুল করিম জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ফোরকান।
আতিক উল্লাহ কোম্পানী জানান, প্রতিবছরের ন্যায় এই বছরও গরীব-দুস্থ অসহায় মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমার আশপাশের অসহায় মানুষ গুলো দিনে এনে দিনে খায়, তাদের সামর্থ্যের কথা চিন্তা করে দীর্ঘ দুইযুগ ধরে ইফতার সামগ্রী ও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনুদান প্রদান করে থাকি।
১নং ওয়ার্ড মহল্লার মসজিদের খতিব ও ইমামদের ঈদ সামগ্রী দিয়ে আসছি।
তিনি আরো বলেন, আমার পরিবারে বাবা মা নেই। পরিবারের প্রয়াত সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত ও দুরারোগ্য রোগ থেকে রেহায় পাবার এবং শারীরিক সুস্থতার জন্য ইফতার সামগ্রী বিতরণ করি। আমাকে আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আমি ততদিন গরীব দুঃখি মেহনতি মানুষের সেবা করে যাব। সামনে পৌরসভা নির্বাচন, আমি পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করার চিন্তা ভাবনা আছে, তাই এখন থেকে মাঠে সেবামূলক কাজ করে যাচ্ছি।
এই সময় সামগ্রী পাওয়া অজুফা বলেন, আতিক উল্লাহ কোম্পানী অনেক বড় মনের মানুষ। তিনি আমাদের বিপদের দিনে পাশায় দাঁড়ায়। আল্লাহ তাকে সবসময় সুস্থ রাখুক। ফাতেমা বেগম বলেন, আমার স্বামী নাই প্রায় ৭বছর, চার সন্তানের জননী আমি। আমার সংসার চালাতে হিমশিম খেতে হয়। আতিক ভাই আমাকে সহযোগীতা না করলে এই রমজানে অনেক কষ্ট পেতে হত।
ইফতার সামগ্রী পেয়ে গরিব-দুঃস্থ জনসাধারণ বেশ সন্তুষ্টি প্রকাশ করেন।